ছড়া ।। নতুন বছর ।। জয়দেব দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 15, 2025

ছড়া ।। নতুন বছর ।। জয়দেব দাস

নতুন বছর

জয়দেব দাস


আর কটা দিন পরেই দেখো 
         বছর ভ্যানিশ হলে,
হুশ করে এক নতুন বছর 
         আসবে হঠাৎ চলে।
কেউ কি তাহার হদিশ পাবে 
         কোন সাগরের পারে,
এই বছরটা থাকবে কোথায়? 
        কোন ইতিহাস ধারে। 
একেই বলে ভেল্কি বাজি 
        জাদুর খেলা বটে,
নতুন বছর নতুন হয়ে 
      আসবে মাঠে ঘাটে। 
আসবে ফিরে সেই ঋতু সব 
    আসবে ফিরে মাস গুলা,
শুকনো পাতা ঝরবে ফিরে 
     ফুটবে পুনঃ ফুল গোলা।
গাইবে পাখি, মিলবে ডানা,
     বাঁধবে বাসা গাছ ডালে।
বছর যাবে আটকাবে কে, 
    যাক সে তবে, দুগ্গা দুগ্গা বলে।

No comments:

Post a Comment