কবিতা ।। যা চলে যায়, ফেরে না কখনো আর ।। দিলীপ কুমার দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 15, 2025

কবিতা ।। যা চলে যায়, ফেরে না কখনো আর ।। দিলীপ কুমার দাস

যা চলে যায়, ফেরে না কখনো আর 

দিলীপ কুমার দাস


নতুন রোদ্দুর সুপারি গাছের পাতার ভিতর দিয়ে 
উঠানে পড়ত যখন, সেখানে তখন আঁকা হয়ে গেছে
আবাহন আলপনা - বছরের প্রথম দিনে ।

এখন তো উঠানই নেই, জানালার পর্দায় 
নতুন বছর এলে, কি আর পড়বে মনে ?
চোখে পড়ে গেছে ছানি, মন জুড়ে ক্লান্তি ।

অতীতে ছিল নববর্ষে আমপাতা দরজায়
মা-কাকি-জ্যেঠি-পিসিদের সব মঠ-মন্দিরে
নিয়মের কত ইতিহাস ।

বিশেষ স্মৃতি মুদির দোকানে , মহাজনের গদীঘরে
বরফের শরবত, ফেরার সময় হাতে হাতে সবার 
মিষ্টির বাক্স, নতুন ক্যালেন্ডার ।

নিজের রাজ্যেই নববর্ষ আজ বিবর্ণ বিস্মৃত
প্রবাসে কি আর নতুন হবে সহৃদয় উৎসব ?
নাভিমূল থেকেই ছিড়ে গেছে যে হ্যারিকেন-লন্ঠন।

নববর্ষ নতুনই ছিল প্রতিটি হাস্নুহানায়, 
ভাঁটফুলে কিংবা সন্ধ্যামালতীর সৌরভ সংজ্ঞায় ।
এখন কিছুই নেই, টেরাকোটা আঁকা মন্দিরে এখন সাপ ।

ধর্মের ভেদ সেখানে ছিল না অমারাত্রির মন্দ
ইতিহাস ছিল বাঙালির ঘরে শিল্পীর আঁচড়ে 
ঐতিহ্যের ভালো লাগা বিস্ময় ।

শৈশবে দেখা লাউমাচাটায় নতুন বর্ষ ঘিরে 
যা ছিল সে কি আর ফিরে আসবে 
আশির মধ্য-পর্বে ?

সম্ভব নয় হারিয়ে যাওয়া নদীকে ফিরিয়ে আনা 
লোকায়ত সব ইতিহাসও আর 
আসে না নতুন ছায়ায় ।
এটাই সত্য, যা চলে যায়, ফেরে না কখনো আর।

***************

দিলীপ কুমার দাস 
ডি - 83 , লীলা মজুমদার পথ 
সেক্টর -2A , বিধাননগর 
দুর্গাপুর - 713212

No comments:

Post a Comment