কবিতা ।। স্বাগতম নববর্ষ ।। আশীষ কুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 15, 2025

কবিতা ।। স্বাগতম নববর্ষ ।। আশীষ কুমার চক্রবর্তী

স্বাগতম নববর্ষ

আশীষ কুমার চক্রবর্তী


যত গাছপালা, জীবজন্তু, জড়বস্তু,
প্রাণী
এই বিশ্বে চিরদিন কিছুই নয়তো স্থায়ী।
যা কিছু নুতন বর্তমানে 
পুরানো হয় আগামী দিনে।
সময় হলে চলে যেতে হবে প্রকৃতির এই অমোঘ নিয়মে
আসা যাওয়ার এই স্রোতে ভেসে বাংলায় ঋতু আসে।
গ্রীষ্ম ঋতুতে বর্ষশুরু,ঋতুরাজে তার শেষ 
কিছু সুখ স্মৃতি ,কিছু দুখে ভরে রেখে যায় তার রেশ। 
যত পুরাতন আবর্জনা সরিয়ে চৈত্র মাসে
কালবোশেখী সুন্দর করে ধরাকে দেয় সাজিয়ে।
ছেড়ে দিতে কারো চায় না যে মন তবুও সে চলে যায়
বর্ষ বিদায়ের বিরহ ব্যথায় বসন্তের দিন, চলে যায়।
বর্ষশেষের রেশ রেখে যায় শিবের গাজন গানে
আরাধনা করি মহাদেব কে নববর্ষের প্রাক্কালে।

বোশেখ মাসের প্রথম দিনে শুরু হয় নববর্ষের 
নবীন আলোকবার্তা শোনায় নতুন সূর্য প্রভাতের। 
আজকে সকলে উঠেছে মেতে চিরনুতনের ডাকে
নয়নে দেখি সকলই নবীন পুণ্য ধরিত্রীকে।
গুরুজনদের পায়ে হাত দিয়ে ছোটরা প্রণাম করে
বাংলার এই সংস্কৃতি ,আজ প্রতিটা ঘরে।
জাত,ধর্মের ভেদাভেদ ভুলে সকলে নববর্ষে
আনন্দ উপভোগ করে নানা উৎসব,মেলাতে।
শুভারম্ভ নববর্ষের আজকে এই প্রভাতে
ব্যবসায়ীরা জাবেদা হাতে কালীমন্দিরে আসে।
মন্দির, মসজিদ, গীর্জাতে উপচে পড়ে ভিড়
আল্লাহ,খ্রিস্ট, কৃষ্ট, শ্যামা সবই একাঙ্গী।
দোকানে বছরের বকেয়া টাকা
মেটাতে হবে আজ হালখাতা।
দেনাদাররা দোকানে এসে বকেয়া টাকা মিটিয়ে দিয়ে
হাসিমুখে ফিরছে ঘরে, মিষ্টির প্যাকেট হাতে।
গ্রাম বা শহর এই বাংলার
একই দৃশ্য সব জায়গার। 

নববর্ষে মঙ্গল কামনা রইল সবার জন্য 
সকলকে ভালবেসে মোর জীবন হোক ধন্য। 
পুরানো আর নতুন সুরের  মেলবন্ধনে 
বিশ্ব মানবে চেতনা দাও  অচৈতন্য মনে।

===============

Ashis kr Chakraborty Advocate, 16,Avenue South Santoshpur Jadavpur Kolkata-70O O75

No comments:

Post a Comment