কবিতা ।। বাংলাদেশের বৈশাখ ।। মেশকাতুন নাহার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 15, 2025

কবিতা ।। বাংলাদেশের বৈশাখ ।। মেশকাতুন নাহার

বাংলাদেশের বৈশাখ 

মেশকাতুন নাহার 


চৈত্র শেষে বাংলাদেশে 
বৈশাখ এলো ওই,
তাকডুম-ডুম তাকডুম-ডুম জমবে 
মেলা হুররে হৈ।

রঙিন শাড়ি রেশমি চুড়ি
কাজল মেখে সাজ,
ললনারা মেলায় চলবে
রেখে সকল কাজ।

ইলিশ ভাজা তাজা তাজা 
সাথে পান্তা ভাত,
তাই না হলে কেমন হয় রে
বৈশাখের প্রভাত।

কাতল মাছের মাথা দিয়ে 
মজার মাসের ডাল,
নানান পদের ভর্তা খেয়ে 
জিভে উঠবে ঝাল।

মিষ্টি মোয়া,হাওয়াই মিঠাই
নতুন ধানের খই,
মন্দ হয় না আরও হলে 
একটু স্বাদের দই।

রঙ বেরঙের বেলুন উড়ে 
বাঁশির হরেক সুর,
নাগরদোলা,পুতুল নাচে
দিনটি হয় মধুর।

গুড়ুম গুড়ুম বিশাল শব্দে 
যখন আসবে ঝড়,
মাথার ছাতা গাছের পাতা
সব করবে  নড়বড়।।

***********
মেশকাতুন নাহার
প্রভাষক সমাজকর্ম 
কচুয়া, চাঁদপুর৷।

No comments:

Post a Comment