কবিতা ।। প্রশ্নগুলি ।। বদ্রীনাথ পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 15, 2025

কবিতা ।। প্রশ্নগুলি ।। বদ্রীনাথ পাল

প্রশ্নগুলি

বদ্রীনাথ পাল 


নতুন বছর ! প্রশ্নগুলি রইলো তোমার কাছে -
আসছো যখন, দুখের মলম সঙ্গে কি আর আছে ?
জ্বলবে কি আর সুখের প্রদীপ দুখীর ভাঙা ঘরে ?
এক মুঠো ভাত পড়বে পেটে ,ক্ষিধেয় যারা মরে ?

নিশ্চিন্তে থাকবে এবার বৃদ্ধ  নারী শিশু ?
খিলখিলিয়ে উঠবে হেসে যতো পথের যিশু ?
ফোটার আগেই ঝরবেনা তো একটিও ফুলকলি-
ধুয়ে মুছে সাফ হবে তো অন্ধ কানাগলি ?

নাকি শুধুই আসছো তুমি-আসতে হবে বলে,
ভাসতে হবে ঠিক তেমনই গড্ডলিকার জলে ?
দাঁড়াতে কি পারবো বলো উঁচু করে মাথা-
নাকি শুধুই বদলে যাবে ক্যালেন্ডারের পাতা ?

***********

বদ্রীনাথ পাল 
বাবিরডি, পোস্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া।

No comments:

Post a Comment