কবিতা ।। নববর্ষ ।। অনিন্দ্য পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 15, 2025

কবিতা ।। নববর্ষ ।। অনিন্দ্য পাল

নববর্ষ 
অনিন্দ্য পাল


পুরানো হতে হতে রং-চটা মলাট
সূর্য একই আছে বদলেছে ছায়া
চৈত্র পেরিয়ে খুলছে বৈশাখী কপাট 
দিন কমছে হাতে তাই বাড়ছে মায়া

ভিজছে বাতাস আর নববর্ষের মাটি
দহন ঝরছে কিন্তু বদলেছে ঘাঁটি
এত আগুন এসে আদর করে ডাকে
আধপোড়া মা কে ছেড়ে কথায় যে হাঁটি

চৈত্র বসবে এবার ঠান্ডা গুমঘরে
আবার আসবে ডাক ১১ মাস পরে
বৈশাখের চিবুকে আঁকা উষ্ণ চুম্বন
নতুন বছর লেখে প্রেমের আখরে। 

আবার বৈশাখ যদি আবার দহন 
মাঠঘাট চৌচির কিসের শমন 
চাতকের বৃথা ডাক প্রায়োপোবেশন 
কান্নার জল করে পাত্র অন্বেষণ 

কার পাত্র কার মিত্র কার শত্রু ওরা 
হঠাৎ ডুবল তরী চৈত্র শেষে খরা 
নতুন বছর এল নতুন বৈশাখ 
অন্যায় সব নিয়ে যাক গ্রীষ্মহরকরা 

যার পাপ সাজা তার নিয়মের লেখা 
এ নতুন বৈশাখে বাজুক বজ্ররেখা।  

************

অনিন্দ্য পাল 
গ্রাম -- জাফরপুর  
পোঃ-- চম্পাহাটিি 
পিন - ৭৪৩৩৩০ 
থানা -- সোনারপুর 
জেলা -- দক্ষিণ চব্বিশ পরগনা  
পশ্চিমবঙ্গ, ভারত

No comments:

Post a Comment