শৈশবের বাংলা নববর্ষ উৎযাপন ।। মিনতি ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 15, 2025

শৈশবের বাংলা নববর্ষ উৎযাপন ।। মিনতি ঘোষ

নববর্ষ 

মিনতি ঘোষ 


আমাদের নববর্ষ সূচনা হয় বৈশাখ মাস দিয়ে। তখন প্রচন্ড দাবদাহপূর্ণ আবহাওয়া। তারপরে ঘুরে ঘুরে আসে সব ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই রিতু পরিবর্তন আমাদের ,পশ্চিম বাংলার এক বিচিত্র বৈশিষ্ট। বৎসরের প্রথম দিনটি হলো ১লা বৈশাখ। আমরা মনে করি এটি একটি শুভ সূচনা। আশা রাখি পুরো বছর সকলের ভালো কাটুক। 

যখন ছোট ছিলাম, তখুন ১লা বৈশাখের একটা মাধুর্য্য ছিল আমাদের কাছে। নতুন জামা হবে, ভালো ভালো খাওয়া দাওয়া হবে। হালখাতা হবে। বাঁধা দোকান গুলিতে যেতাম। হালখাতার উপলক্ষে মিষ্টি খাওয়াতো। সব মিলিয়ে ভারী মজার দিন ছিল এই ১লা বৈশাখ। আমাদের ছিল একান্নবর্তী  সংসার। সব ভাইবোনেরা মিলে নতুন জামা কাপড় পরে বেড়াতে যেতাম। তার আগে বাড়িতে সব বয়সজ্যেষ্ঠদের প্রণাম করে আশীর্বাদ নিতে হোতো।  

এমন আর সে সব হয়না। দিন বদলে গেছে। এখন সবাই ব্যস্ত যে যার নিজের ক্ষেত্রে। তবে দেখুন কিন্তু দুটো ব্যাপার চালু আছে অধিকাংশ বাঙালীর ঘরে। এক হচ্ছে ওই দিন বাড়িতে ভালো ভালো রান্না করে খাওয়া। আর দুই হচ্ছে চৈত্র সংক্রান্তি সেলের বাজারে যাওয়া। বাড়িতে যতই বস্ত্র থাকেনা কেন, চৈত্র সেলের বাজারে যাওয়া আর ঘর্মাক্ত কলেবরে হাঁফাতে হাঁফাতে কাপড় কিনে আনা, এর মধ্যে মজা, একটা তৃপ্তি আছে।ঠকে পেলেও মনে হয় খুব জিতে গেলাম। সেটাও ১লা  বৈশাখের উদ্দেশ্যে কেনা। নববর্ষের সঙ্গে আমাদের প্রিয় রবীন্দ্র জয়ন্তী আছে। সেটাও কম নয়। পুরো বৈশাখ মাস ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। রবীন্দ্র জয়ন্তীকে ঘিরে ১৫ দিনকে বলা হয় কবিপক্ষ। ওই সময় আসে কালবৈশাখী ঝড়। 
সব মিলিয়ে বলা যায় --

কালবৈশাখী আকাশে আনা বজ্র, 
আকাশ জুড়ে গুণী তার অট্টহাস্য। 
আবার তারই হাত ধরে আমাদের কাছে
আসে শুভ নববর্ষ।

No comments:

Post a Comment