কবিতা ।। হায় নববর্ষ! তোমার সে দিন গিয়াছে!! গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 15, 2025

কবিতা ।। হায় নববর্ষ! তোমার সে দিন গিয়াছে!! গোবিন্দ মোদক


হায় নববর্ষ! তোমার সে দিন গিয়াছে!!

গোবিন্দ মোদক


নববর্ষ আসে আবার — নববর্ষ যায় 

পরিবর্তন চোখে পড়ে স্মৃতিমেদুরতায়। 

আহা! হালখাতা ছিল সেকালের দিনে 

ঠাকুরদাদা মণ্ডামিঠাই আনতো কতো কিনে। 

সম্বৎসরের খরিদ্দারবা দোকানে এসে 

হালখাতা করতেন কী যে ভালোবেসে! 

মিষ্টির প্যাকেট, ক্যালেণ্ডার দিতেন দোকানী

কোথাও বা পেটপুরেই খাওয়াতেন জানি। 

গণেশ পুজো, মঙ্গলঘট, আম্রপল্লব, ধূপে

জমজমাট সে "হালখাতা" নববর্ষ রূপে। 

"গণেশায় নমঃ!" লেখা লাল খেরোখাতায়, 

তরমুজ-ফুটি কতো ফল ভরা কলাপাতায়। 

সন্ধ্যাবেলায় বর্ষবরণ 'জলসা'র আয়োজন 

নাচে, গানে, আবৃত্তিতে ভরতো সবার মন। 

পাড়ার গণেশ, সাধন, ভোলা নাটকের দল 

হাসি, মজা, ভুল-সংলাপ — নাটক সফল। 

উদযাপনের আন্তরিকতার রঙিন সে দিন

হারিয়ে গেছে জীবন থেকে বুকে ব্যথার বীণ!

আজও আসে নববর্ষ — আবার চলে যায় 

সংস্কৃতির হেরফেরে মন দারুণ ব্যথা পায়॥


===================

গোবিন্দ মোদক। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103




No comments:

Post a Comment