কবিতা ।। অন্তরঙ্গ ।। বন্দনা পাত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 15, 2025

কবিতা ।। অন্তরঙ্গ ।। বন্দনা পাত্র

 

অন্তরঙ্গ 

 বন্দনা পাত্র 


দেখেছি আমি চৈত মাসের থমকে যাওয়া চোখ 
 এসো আমার অন্তরঙ্গ সাতমহলী বৈশাখ....
যন্ত্রণারা বিবর্তনে নতুন করে বৈশাখে
ঘনিষ্ঠ সেই মুহূর্তগুলো আমের শাখে শাখে 
বসে আমি প্রতিকূল বাতাসের ডাকে...,

বৈশাখী মহলে ভীড় করে আমার রবীন্দ্রনাথ 
যন্ত্রণা উপশমে বসায় প্রকৃতি চাঁদের হাট...
যত কথা বলে যায় ঈশ্বরী কলস কাঁখে....
সৃজনে আমি ধ্রুপদী বেলা 'পঁচিশে বৈশাখে' ,

পরবাসী বাতাস এসে বৈশাখের ঘরে 
অনন্ত স্মৃতি জাগায় হৃদয়ের অভ্যন্তরে, 
স্বতন্ত্র চোরাবালি দোর খোলে চিরতরে 

এই হৃদয়ে, বৈশাখী চাঁদে দেখি ভীড় 
কত কবি এঁকেছেন ছবি প্রতিটি সত্যের।।



No comments:

Post a Comment