Featured Post

প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সব... নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশ... নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু ঘোষ নববর্ষের কামনা ।। সুশীল ব...

কবিতা তিনটি: সান্ত্বনা চ্যাটার্জি



এসেছে ফাল্গুন 


তোমার আসার কথা ছিল ;
তুমি তো এলেনা ।
তোমার চিতায় জ্বলে আগুন  ।
মন পুড়ে যায় ; তবু আসে ফাল্গুন ।
আমাদের সদ্যোজাত সন্তান ,
নিশ্চিন্তে ঘুমের গভীরে জানল না ;
ভারত মাতার বীর সন্তান তুমি আসবেনা ।
তবু আসবে ফাল্গুন ।

কত আশা কত ভালোবাসা বুকে ,
ছিলে প্রতীক্ষায় চাতকের মতন ;
কবে আসবে ফাল্গুন ,
কবে পাবে ছুটি দেখবে ছেলের মুখ ।
কোন অন্ধকার ঘৃণার আগুনে ,
দেশের কত বীর সন্তানের প্রাণ হল বলিদান ।
তুমি আর আসবেনা ;
তবু এসেছে ফাল্গুন ।






ফাল্গুনী




আগুন আগুন ফাগুন মাসে ,
ফুলের সাথে কবিতা আসে ;
খুশি গানে প্রাণ ভাসে-
কেউ তো জানেনা এমন দিনে,
পদ্ম পাতায় জলের বিন্দু ,
কেন টল টল চোখের কোনে ;
মমতা মাখা মায়ের মনে ,
কেন বিষাদ পাখি ডাকে ।

ফাগুন মাসে জন্ম নিলি ;
ফাল্গুনী নামে ডাকি ।
বাছা আমার ,কোন প্রাণে 
তোকে বিদায় দিলাম ,
জানবেনা কেউ ;
ছেড়ে গেছে সুখ ছেড়ে গেছে গান ,

আমি দুঃখ সাগরে ভাসি ।

কেন এ যুদ্ধ ; কেন ঘৃণা এতো;
কেন কেড়ে নিল এতো তাজা প্রাণ
সময় পেলনা বলে যেতে- মা গো আসি ।


মাগো জাগো


আকাশে বাতাসে শুনি -ছেড়ে দাও,
পায়ে পড়ি যেতে দাও, মেরনা আমায়।
লাল রক্ত সবারই ,তোমার ,আমার,
তাদের ,তবু কেন এত রক্ত পাত!
এত কদর্য ভাষা ..এত হিংসা এত কান্না
চারিধার।
দেবীপক্ষের কত দেরী ..কবে জাগবে মা।
আর তো সহ্য হয় না ।

মা গো তোমায় অসময়ে জাগিয়েছিলেন রাম
ভক্তের ভগবান। 

অত্যাচারী রাবন নিধন যোগ্যেjকোন সে
সকালে ,তুমি নেমে এলে দশভুজা ;
আজ কলি কালে মানুষের মনে বিষাক্ত
নাগ জাগে , নিপীড়িত কত অসহায়,
মানব সন্তান !  
শিশু বৃদ্ধ বালক বালিকা মায়েদের ....
ধর্ম জাত খুঁজে খুঁজে মারছে রোজ ,
এরা কারা!কোথা থেকে এলো উঠে
পৃথিবীর 
বুক চিরে, নিয়ে এলো হিংসা
অপরিমিত।

আমরা ....আর যে পারিনা  ।
সহ্যের সীমা গেছে টুটে ।
এত অনাচার,
এত অন্যায়, এক নিষ্ঠুরতা চলেছে
বিনা বাধায় ।
মাগো জাগো করো বিনাশ এই শয়তান...
অন্তরে যে বাস করে মানুষ কে করছে
পিশাচ- ক্রোধের আগুনে শুদ্ধ করো আজ,
ক্ষমাহীন অগ্নি শিখায় জ্বালো মংগলদীপ ;
মাগো এস নেমে , বজ্র বিদ্যুত শান্তির বারি
ঢালো । সময় হয়েছে   মা
গো জাগো ।। 




সান্ত্বনা চ্যাটার্জি
এ১৬৬ লেক গার্ডেন্স
কলকাতা ৭০০০৪৫
৯৮৩০৩২২৬০১

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল