Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতা তিনটি: সান্ত্বনা চ্যাটার্জি



এসেছে ফাল্গুন 


তোমার আসার কথা ছিল ;
তুমি তো এলেনা ।
তোমার চিতায় জ্বলে আগুন  ।
মন পুড়ে যায় ; তবু আসে ফাল্গুন ।
আমাদের সদ্যোজাত সন্তান ,
নিশ্চিন্তে ঘুমের গভীরে জানল না ;
ভারত মাতার বীর সন্তান তুমি আসবেনা ।
তবু আসবে ফাল্গুন ।

কত আশা কত ভালোবাসা বুকে ,
ছিলে প্রতীক্ষায় চাতকের মতন ;
কবে আসবে ফাল্গুন ,
কবে পাবে ছুটি দেখবে ছেলের মুখ ।
কোন অন্ধকার ঘৃণার আগুনে ,
দেশের কত বীর সন্তানের প্রাণ হল বলিদান ।
তুমি আর আসবেনা ;
তবু এসেছে ফাল্গুন ।






ফাল্গুনী




আগুন আগুন ফাগুন মাসে ,
ফুলের সাথে কবিতা আসে ;
খুশি গানে প্রাণ ভাসে-
কেউ তো জানেনা এমন দিনে,
পদ্ম পাতায় জলের বিন্দু ,
কেন টল টল চোখের কোনে ;
মমতা মাখা মায়ের মনে ,
কেন বিষাদ পাখি ডাকে ।

ফাগুন মাসে জন্ম নিলি ;
ফাল্গুনী নামে ডাকি ।
বাছা আমার ,কোন প্রাণে 
তোকে বিদায় দিলাম ,
জানবেনা কেউ ;
ছেড়ে গেছে সুখ ছেড়ে গেছে গান ,

আমি দুঃখ সাগরে ভাসি ।

কেন এ যুদ্ধ ; কেন ঘৃণা এতো;
কেন কেড়ে নিল এতো তাজা প্রাণ
সময় পেলনা বলে যেতে- মা গো আসি ।


মাগো জাগো


আকাশে বাতাসে শুনি -ছেড়ে দাও,
পায়ে পড়ি যেতে দাও, মেরনা আমায়।
লাল রক্ত সবারই ,তোমার ,আমার,
তাদের ,তবু কেন এত রক্ত পাত!
এত কদর্য ভাষা ..এত হিংসা এত কান্না
চারিধার।
দেবীপক্ষের কত দেরী ..কবে জাগবে মা।
আর তো সহ্য হয় না ।

মা গো তোমায় অসময়ে জাগিয়েছিলেন রাম
ভক্তের ভগবান। 

অত্যাচারী রাবন নিধন যোগ্যেjকোন সে
সকালে ,তুমি নেমে এলে দশভুজা ;
আজ কলি কালে মানুষের মনে বিষাক্ত
নাগ জাগে , নিপীড়িত কত অসহায়,
মানব সন্তান !  
শিশু বৃদ্ধ বালক বালিকা মায়েদের ....
ধর্ম জাত খুঁজে খুঁজে মারছে রোজ ,
এরা কারা!কোথা থেকে এলো উঠে
পৃথিবীর 
বুক চিরে, নিয়ে এলো হিংসা
অপরিমিত।

আমরা ....আর যে পারিনা  ।
সহ্যের সীমা গেছে টুটে ।
এত অনাচার,
এত অন্যায়, এক নিষ্ঠুরতা চলেছে
বিনা বাধায় ।
মাগো জাগো করো বিনাশ এই শয়তান...
অন্তরে যে বাস করে মানুষ কে করছে
পিশাচ- ক্রোধের আগুনে শুদ্ধ করো আজ,
ক্ষমাহীন অগ্নি শিখায় জ্বালো মংগলদীপ ;
মাগো এস নেমে , বজ্র বিদ্যুত শান্তির বারি
ঢালো । সময় হয়েছে   মা
গো জাগো ।। 




সান্ত্বনা চ্যাটার্জি
এ১৬৬ লেক গার্ডেন্স
কলকাতা ৭০০০৪৫
৯৮৩০৩২২৬০১

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক