Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

কবিতা তিনটি: সান্ত্বনা চ্যাটার্জি



এসেছে ফাল্গুন 


তোমার আসার কথা ছিল ;
তুমি তো এলেনা ।
তোমার চিতায় জ্বলে আগুন  ।
মন পুড়ে যায় ; তবু আসে ফাল্গুন ।
আমাদের সদ্যোজাত সন্তান ,
নিশ্চিন্তে ঘুমের গভীরে জানল না ;
ভারত মাতার বীর সন্তান তুমি আসবেনা ।
তবু আসবে ফাল্গুন ।

কত আশা কত ভালোবাসা বুকে ,
ছিলে প্রতীক্ষায় চাতকের মতন ;
কবে আসবে ফাল্গুন ,
কবে পাবে ছুটি দেখবে ছেলের মুখ ।
কোন অন্ধকার ঘৃণার আগুনে ,
দেশের কত বীর সন্তানের প্রাণ হল বলিদান ।
তুমি আর আসবেনা ;
তবু এসেছে ফাল্গুন ।






ফাল্গুনী




আগুন আগুন ফাগুন মাসে ,
ফুলের সাথে কবিতা আসে ;
খুশি গানে প্রাণ ভাসে-
কেউ তো জানেনা এমন দিনে,
পদ্ম পাতায় জলের বিন্দু ,
কেন টল টল চোখের কোনে ;
মমতা মাখা মায়ের মনে ,
কেন বিষাদ পাখি ডাকে ।

ফাগুন মাসে জন্ম নিলি ;
ফাল্গুনী নামে ডাকি ।
বাছা আমার ,কোন প্রাণে 
তোকে বিদায় দিলাম ,
জানবেনা কেউ ;
ছেড়ে গেছে সুখ ছেড়ে গেছে গান ,

আমি দুঃখ সাগরে ভাসি ।

কেন এ যুদ্ধ ; কেন ঘৃণা এতো;
কেন কেড়ে নিল এতো তাজা প্রাণ
সময় পেলনা বলে যেতে- মা গো আসি ।


মাগো জাগো


আকাশে বাতাসে শুনি -ছেড়ে দাও,
পায়ে পড়ি যেতে দাও, মেরনা আমায়।
লাল রক্ত সবারই ,তোমার ,আমার,
তাদের ,তবু কেন এত রক্ত পাত!
এত কদর্য ভাষা ..এত হিংসা এত কান্না
চারিধার।
দেবীপক্ষের কত দেরী ..কবে জাগবে মা।
আর তো সহ্য হয় না ।

মা গো তোমায় অসময়ে জাগিয়েছিলেন রাম
ভক্তের ভগবান। 

অত্যাচারী রাবন নিধন যোগ্যেjকোন সে
সকালে ,তুমি নেমে এলে দশভুজা ;
আজ কলি কালে মানুষের মনে বিষাক্ত
নাগ জাগে , নিপীড়িত কত অসহায়,
মানব সন্তান !  
শিশু বৃদ্ধ বালক বালিকা মায়েদের ....
ধর্ম জাত খুঁজে খুঁজে মারছে রোজ ,
এরা কারা!কোথা থেকে এলো উঠে
পৃথিবীর 
বুক চিরে, নিয়ে এলো হিংসা
অপরিমিত।

আমরা ....আর যে পারিনা  ।
সহ্যের সীমা গেছে টুটে ।
এত অনাচার,
এত অন্যায়, এক নিষ্ঠুরতা চলেছে
বিনা বাধায় ।
মাগো জাগো করো বিনাশ এই শয়তান...
অন্তরে যে বাস করে মানুষ কে করছে
পিশাচ- ক্রোধের আগুনে শুদ্ধ করো আজ,
ক্ষমাহীন অগ্নি শিখায় জ্বালো মংগলদীপ ;
মাগো এস নেমে , বজ্র বিদ্যুত শান্তির বারি
ঢালো । সময় হয়েছে   মা
গো জাগো ।। 




সান্ত্বনা চ্যাটার্জি
এ১৬৬ লেক গার্ডেন্স
কলকাতা ৭০০০৪৫
৯৮৩০৩২২৬০১

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল