নভেল করোনা
আবার যুদ্ধ! সাজো সাজো রব
পেশিশক্তির নয়, বেঁচে থাকার লড়াই।
দূরত্ব বাড়লেও, বেঁধেছো হৃদয়,
স্বেচ্ছাবন্দিত্বে আজ মুক্ত মানবিকতা।
মন্দির-মসজিদ-গির্জা ভুলে
মানুষেই খুঁজে পেয়েছে ঈশ্বর।
বন্ধ দ্বারের খোলা বাতায়নে
নেই ধর্মদ্বন্দ্ব,নেই রাজনীতি।
দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিয়েছো
লড়াই মানে শুধু গোলা-বারুদ নয়,
লড়াই- ভাত কাপড় আর জীবন মরণের!
সুরক্ষার বর্ম পরে তাকিয়ে দেখি
আকাশে, বাতাসে, সাগর সুনীলে
ফিরে এসেছে প্রানের জোয়ার।
অণুবীক্ষণ যন্ত্রের নীচে থেকেও
ফিরিয়েছো দুরবীক্ষনে খোঁজা সভ্যতা।
'নভেল করোনা' তুমি নতুন গল্প হলেও
ব্যাপ্তিতে তুমি উপন্যাস।
===============
সুজিত কুমার মালিক
গ্রামঃ মইখণ্ড, পো: হেলান, আরামবাগ
হুগলী, পিন:৭১২৪১২
মোঃ ৯৭৩৫৪২৪৬৯২