Featured Post

প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয়  সূচিপত্র

কবিতাগুচ্ছ -- সুজন ঘোষ







করোনাকালের ক্রান্তি


ভীষণ রকম বদলে গেছে সব!
আমার এ শহরে সুনসান নীরবতা
প্রশস্ত রাজপথে নেই কলরব।।

অলিতে-গলিতে নেই রিকশার শব্দ!
মিরপুর থেকে মতিঝিল,
নিজের নিঃশ্বাসেও চমকে উঠি, এমনই স্তব্ধ ।।

করোনাকালের ক্রান্তিতে মানুশের গন্ধমাখা এ শহরে,
হটাৎ থেমে যাওয়া যন্ত্রের আড়ালে,
ডেকে ওঠে এক সুকণ্ঠি পাখি, জনমানবহীন প্রান্তরে।।

এ শহরে আছে এমন পাখি জানিনি কখনও আগে !
ভীষণ ভয়ে বদলে গেছে সব, করোনাকালে;
আপাদমস্তক ভীষণ রকম নিরবতা আজ, শাহবাগে ।।


করোনাকাল পরে


সকল মহামারী ত্রাস শেষে,
আমাদের অব্যক্ত সব কথা,
আবারও বলবো আকাশ তলে এসে।।

বৃষ্টি ঝরিয়ে ধুয়ে দেব সব যুদ্ধ জয়ের দাগ,
সন্ধ্যা ছায়ায় ভালোবাসা আবার
জানাবে তার অনুরাগ।।

আমাদের হাসিতে আবার নামবে রাত্রি
সকালে অ্যালার্ম ডাকে,
সারাদিনব্যাপী ফুটন্ত চায়ে, কত গল্প জমবে ফাকে।।

দিনশেষে আরো সহজ হবো, কিংবা আরও জটিল হবো পাছে।
তবুও না হয় বসবো আবার,
আরও আরো হৃদয়ের কাছে।।


ঠোঁট শুকিয়ে আসে


এই বোশেখে না হয় আমি
বদ্ধ রবো ঘরে,
আবার তোমায় পাবো কি এই
কোয়ারেন্টাইন কাল পরে?
নাখ-মুখ আমার ঢেকে আছে
মহামারীর ত্রাসে,
আবেগ-ঘন অপেক্ষায় বাধা
ঠোঁট শুকিয়ে আসে।।
ঠিক কবে সেই ঋতুর মাসে
জানি বৃষ্টি এলে পর,
সব দ্বিধারা ভাসিয়ে দেবে
মন-কেমনের বর।।
--------------

সুজন ঘোষ
বিআইবিএম
মিরপুর, ঢাকা।
ফোন ঃ ০১৭৩৪০৬২৫৬৬

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল