আরও একটা দিন
নতুন দিন... এসে গেল... ,
চলে গেল ,... ও যাবে, হাহ্ !
ভাত , ডাল , সবজি , চাটনি ।
চ্যাট করার ফাঁকে মিল শেষ ।
পাখিরাও কি আজ ঘরবন্দি ?
একটাও চোখে পড়ছেনা তো !
হেডসেটটা নিয়েও নিলাম না ,
কি ভেবে জানি না... । কিছু একটা ভেবে... ;
না আলো, না আঁধার - এই সময়টা সত্যিই... !
রেসল্যুশন এত কম ! ধু্র্ , ডিলিট, ডিলিট... !
সারাদিন ঘুমোইনি , কে বলবে হ্যাঁ ?
চোখ অনেকটা বসে , আয়না বলছে ।
যাই হোক , পায়চারিও ফলপ্রসূ নয় ।
দু-চোখের পাতা এক করতে পারছি না... ,
কিছুতেই না ! বিছানাটা একঘেঁয়ে অবশ্য ।
তবে সেটা রূপমের একার লাগে না ।
ব্যাপার অনেক ; একটা নয় , বুঝলে ?
ওহ্ , মাথাটা ঝিমঝিম করছে ! অহ্হু ,
গলাটা খুশখুশ করছে কেন ? উফ্ফ্ !
=======================
নাম: আলাপন রায় চৌধুরী ।
ঠিকানা: এন্ডারলী, হ্যামিলটন ৩২১৪, নিউ জিল্যান্ড ।