এক ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাসের ধাক্কায় নাভিঃশ্বাস তুলেছে বিশ্ব,
তোমার জন্যই লকডাউন, কার্ফু হয়েছে জারি...
অন্ধকার আত্মজন,চারিদিকে ব্যস্ততার নিয়ম ভেঙে শুধুই নীরবতা....
জীবনের সংকেতে অসীম শূন্যতা!
শ্রেষ্ট্রত্বের শিরোপাকে মুঠোবন্দি করে ভুলিয়েছো ভেদাভেদ,
একই আর্তির ঐক্যে গেঁথেছো বিশ্বসংসার।;
কুচক্রী দলের ষড়যন্ত্র নিরুদ্দেশ সীমারেখায়,
সংযমী চেতনায় যাপনচিত্রের নতুন অধ্যায় .....
এখন আর রাত ন'টায় অফিসফেরৎ মেয়েটাকে নিরাপত্তাহীনতার আতঙ্ক স্পর্শ করতে পারেনি,
পাঁচ বছরের ছোট্ট বিলাস ,
যে কিনা বাবাকে দুসপ্তাহ অন্তর একদিন কাছে পেতো–
সে আজ দিবারাত্র বাবার সোহাগে বিলাসপ্রিয় হয়ে উঠেছে,
যে স্ত্রীকে গৃহবধূর যন্ত্রনা উপেক্ষা করে স্বামীর কাছে শুনতে হত–
বাড়িতে তোমার কি আর কাজ,
সেই স্বামী এখন অনুতাপের আঁচে গৃহবন্দি যন্ত্রনা উপলব্ধি করতে শিখেছে ...
প্রকৃতিকে দূষণমুক্ত রেখে তুমি অপার সৌন্দর্য্যে ভরিয়েছো চরাচর,
নিস্তেজ হয়ে যাওয়া শহরে দেখা যাচ্ছে হরিণ,নীলগাই, বাঘরোল ;
আকাশে হেলান দেওয়া শেতশুভ্র হিমালয়ের মুগ্ধতা দেখে কত প্রাণের নতুন সকাল শুরু হয়।
তুমি অসীম শক্তিধারী হয়ে পৃথিবীকে যে রুপে চেনালে--
সেই সময়টাকে আমরা ভুলবোনা --
এই হোক অঙ্গীকার।
এবার তুমি নিষ্ক্রিয় হও
নতুন ,শান্ত পৃথিবী দেখার সুযোগ করে দাও,
সুরক্ষার কবচে মুড়িয়ে রাখো মনুষ্যজীবন।
===============
মোনালিসা নায়েক
আরামবাগ
হুগলী
ফোন-৯৬৪৭৫৫৭৪০৯