হারবো না জিততেই হবে
নেই হানাহানি-যুদ্ধ,তবুও দেশ জুড়ে লকডাউনে মানুষ বিপন্ন ,
মারণ ভাইরাসে ত্রাস, নিষেধাজ্ঞা জারি,অঘোষিত যুদ্ধ আসন্ন ।
মারণ ভাইরাস কি শুধুই কাড়ছে জীবন না দিচ্ছে কিছু শিক্ষা?
মানবতায় জড়িয়ে মানব পেলো কিছু সহবতের দীক্ষা ।
দূষণ মুক্ত বাতাস পাখির কলরব খেলছে প্রকৃতির শোভা,
পৃথিবীর স্নিগ্ধ শান্ত প্রকৃতি সবুজ চাদর মোড়া আভা ।
বুদ্ধিজীবির দল আধুনিকতায় মেতে,দেখছো তো পৃথিবীর গভীর জ্বর,
ধ্বংসের চাপা বুক ফাটা কান্নায় পাল্টা জবাবে বিজ্ঞানীরাও তৎপর।
সাগরের জলে খেলে ডলফিন ,পশুরা বেরিয়ে এসেছে রাস্তায়,
পাখির খাঁচা হয়েছে ফাঁকা,উদ্বিগ্ন মানুষের ভরসা নেই আস্থায়।
শুনছি কোকিলের ভৈরবী সুর চড়ুই শালিকে ভরেছে পথ ,
সবুজ ঘাসে প্রেম বিছিয়ে মেঘ রাশির সাজানো অম্বর রথ।
ধর্ম অধর্মের নেই বিভাজন মিশছে ভয়ে জাতপাত উচ্চ- নীচ,
মন্ত্রী-নেতার দেশ সেবায় নেই মতানৈক্য রাজনীতি কিচমিচ।
রবির কথাই আজ সত্যি হলো যেন "একলা চলো রে",
দূরত্ব আজ মিটিয়ে দিয়েছে মানবতাকে উচ্চ শিখরে।
পরিবারে সবাই ঘরে একসাথে মিলে করছো তো বিনোদন ,
লড়াই হানাহানি ধর্ষণ নেই কোথাও দূরে থেকেও কত আপন।
মানবজাতি জোট বেঁধে শপথ এখন মৃত্যুর সাথে করবে লড়াই,
নতুন ভোর আনবই আমরা, নতুন সৃষ্টিতে করবো বড়াই।
=======