Featured Post

কবিতা ।। ঘরে ফেরা ।। বিপ্লব নসিপুরী

ঘরে ফেরা বিপ্লব নসিপুরী  বাতাসের গায়ে তাপের ছোঁয়া  রঙের তুলি শাখে বিষাদ মনে বিবাগী ঢেউ আছড়ে পড়ে ক্ষোভে।  নয়ন তীরে অশ্রুনদী  দুকূল ভাঙে স্রোতে ভিটে মাটি দোর কেড়েছে গোটা পরিবার কাঁধে। আকাশটা আজ ছাদ হয়েছে মাটির স্নেহ ঘর পরিচয়হীন মানুষের দল সবার একই স্বর। বছর শেষে নতুন বছর দিচ্ছে হাতছানি  ক্ষোভের বাষ্প বিষাদ কষ্ট  উবে যাবে কী জানি? অসম্মানের বিষফলা তীর বিঁধেছে ওদের বুকে এমন মলম কোথায় আছে স্বস্তি দেবে প্রাণে। হারিয়ে সবই খড়কুটো দেহ বইছে সময় নীরে নতুন বছর নতুন বাতাস আনুক ফিরে তীরে।  ************* বিপ্লব নসিপুরী  গ্রাম পোস্ট শীতলগ্রাম জেলা বীরভূম  পিন-৭৩১২৩৭ 

কবিতা -- অংশুদেব


বাঁশিওয়ালা



আমার বাড়ির সামনে দিয়ে চলে গেছে একটা সরু রাস্তা । তারপর বড় রাস্তা । তারপর --
একটাই বাঁশিওয়ালা কী মধুর সুরে হেঁটে গেছে --
প্লেগ, বসন্ত, কলেরায়
এবারও সে হাঁটছে করোনায়
জন চক্ষুর আড়ালে জন সংক্রমণে ।
জীবনের বিপ্রতীপে জীবনের চাকাটা ঘোরাতে গিয়ে স্তব্ধ বিশ্ব ব্যবস্থা । ঘড়িটা চলছে ঠিকই ।
মিছিলের বিরুদ্ধে মিছিল ।
যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ।
হাতে হাত , না লাগুক বুকের স্পর্শ -
আমিও তোমাদের সঙ্গে আছি ।
পাল্লার টান কোন দিকে যাবে, কেউ তা জানে না
রাষ্ট্রনেতা থেকে ভিক্ষারী কপালে কপালে ভাঁজ ,
তবুও  প্রত্যয়  মানুষই হাসবে তার  শেষ হাসিটা ।
বাঁশিওয়ালার বাঁশির সুর গলি থেকে রাজপথ
শ্মশান , কবর , তারপর?
জীবন সমুদ্র হাঁকে , জাগে উদাস অরণ্য  --
মানুষ মানুষেরই জন্য ।

                      ------------------


                       অংশুদেব
                     বারুইপুর
                     দক্ষিণ চব্বিশ পরগনা
                     পিন -743330
                     মো- 9836224340

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল