Featured Post

কবিতা ।। ঘরে ফেরা ।। বিপ্লব নসিপুরী

ঘরে ফেরা বিপ্লব নসিপুরী  বাতাসের গায়ে তাপের ছোঁয়া  রঙের তুলি শাখে বিষাদ মনে বিবাগী ঢেউ আছড়ে পড়ে ক্ষোভে।  নয়ন তীরে অশ্রুনদী  দুকূল ভাঙে স্রোতে ভিটে মাটি দোর কেড়েছে গোটা পরিবার কাঁধে। আকাশটা আজ ছাদ হয়েছে মাটির স্নেহ ঘর পরিচয়হীন মানুষের দল সবার একই স্বর। বছর শেষে নতুন বছর দিচ্ছে হাতছানি  ক্ষোভের বাষ্প বিষাদ কষ্ট  উবে যাবে কী জানি? অসম্মানের বিষফলা তীর বিঁধেছে ওদের বুকে এমন মলম কোথায় আছে স্বস্তি দেবে প্রাণে। হারিয়ে সবই খড়কুটো দেহ বইছে সময় নীরে নতুন বছর নতুন বাতাস আনুক ফিরে তীরে।  ************* বিপ্লব নসিপুরী  গ্রাম পোস্ট শীতলগ্রাম জেলা বীরভূম  পিন-৭৩১২৩৭ 

কবিতা : পারমিতা রাহা হালদার (বিজয়া)



মুক্তিই পথ



সৃষ্টিদাতা প্রভুই তো মানুষ গড়ার কারিগর ,
বৃষ্টি ভেজা মনের খাঁজে মুক্তি খানিক জড়ো কর।

পথ চলেছে মুক্তি দিশায় আলোর যজ্ঞ উৎসব ,
বন্দি ঝিনুকে মুক্ত খোঁজে মুক্তিরই বিপ্লব।

খুঁজি আলোকিত পৃথিবী দেখি ভালবাসার স্বপ্ন ,
মানবতার বিপন্ন রূপ মানুষই কাড়ে মানুষের অন্ন।

নিস্তব্ধ রাত অন্ধকার বাতাসে বিবেক পোড়া গন্ধ ,
আগুন আয়ূষ্মান দূষিত ঐশ্বর্য মুক্তির দরজা বন্ধ। 

প্রেম শাশ্বত বা নিষিদ্ধ,মন জুড়ে মনখারাপের বৃষ্টি,
কল্পনার সাগরে ভাসে মন আকাশে আলোড়ন সৃষ্টি।

কথা রাখার খেলায় মাতে এই যে আকাশ শূন্যতা,
বিলোচ্ছে মেঘ ঠিক তখনই মুক্তি চায় উষ্ণতা। 

আঘাত পেলে সাগরও শান্ত খেলে না আর ঢেউ ,
সব হারিয়ে যাওয়ার পরে যেমন কাঁদে না কেউ ।

যন্ত্রণাদের মুক্তি দিলেই মুক্ত হয় জীবন পথ,
ভালোবাসা অসহায়তায় মুক্তি পায় প্রেমের রথ।

কবির ভাষায় কবির খাতায় ছড়াচ্ছে সুর সবখানে ,
মন্দ রাতে মুক্তি খোঁজে যে মেয়ে বিকোয় প্রেম কম দামে।

=======০০০=======

Paromita Raha Halder
C/O Bimal Kumar Halder
Noapara, Ogg Rd. Bye lane,
Land Mark : Near Taltala Math,
PO: Garulia,
Dist: 24 Pagns(N),

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল