Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতা : পারমিতা রাহা হালদার (বিজয়া)



মুক্তিই পথ



সৃষ্টিদাতা প্রভুই তো মানুষ গড়ার কারিগর ,
বৃষ্টি ভেজা মনের খাঁজে মুক্তি খানিক জড়ো কর।

পথ চলেছে মুক্তি দিশায় আলোর যজ্ঞ উৎসব ,
বন্দি ঝিনুকে মুক্ত খোঁজে মুক্তিরই বিপ্লব।

খুঁজি আলোকিত পৃথিবী দেখি ভালবাসার স্বপ্ন ,
মানবতার বিপন্ন রূপ মানুষই কাড়ে মানুষের অন্ন।

নিস্তব্ধ রাত অন্ধকার বাতাসে বিবেক পোড়া গন্ধ ,
আগুন আয়ূষ্মান দূষিত ঐশ্বর্য মুক্তির দরজা বন্ধ। 

প্রেম শাশ্বত বা নিষিদ্ধ,মন জুড়ে মনখারাপের বৃষ্টি,
কল্পনার সাগরে ভাসে মন আকাশে আলোড়ন সৃষ্টি।

কথা রাখার খেলায় মাতে এই যে আকাশ শূন্যতা,
বিলোচ্ছে মেঘ ঠিক তখনই মুক্তি চায় উষ্ণতা। 

আঘাত পেলে সাগরও শান্ত খেলে না আর ঢেউ ,
সব হারিয়ে যাওয়ার পরে যেমন কাঁদে না কেউ ।

যন্ত্রণাদের মুক্তি দিলেই মুক্ত হয় জীবন পথ,
ভালোবাসা অসহায়তায় মুক্তি পায় প্রেমের রথ।

কবির ভাষায় কবির খাতায় ছড়াচ্ছে সুর সবখানে ,
মন্দ রাতে মুক্তি খোঁজে যে মেয়ে বিকোয় প্রেম কম দামে।

=======০০০=======

Paromita Raha Halder
C/O Bimal Kumar Halder
Noapara, Ogg Rd. Bye lane,
Land Mark : Near Taltala Math,
PO: Garulia,
Dist: 24 Pagns(N),

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক