Featured Post

কবিতা ।। নতুন বছরে ।। পলাশ পোড়েল

নতুন বছরে পলাশ পোড়েল নতুন বছরে স্বপ্ন জেগে থাকে  নোয়ার নৌকায় শীতের আড়তে,  ইচ্ছে ডানার উড়ালে ভেসে  রবি শস্যের খেতে। ভালোবাসার মিনারে চড়াবো তোকে  হাতের মুঠোয় হাতটি ধরে,  ঠোঁটের সব তৃষ্ণা মিটিয়ে নিস টিউলিপ  কিছু জিনিয়া ছুঁয়ে ভোরে।  সারাদিন কানামাছি খেলা.......  উন্মুক্ত করে তরঙ্গের ঢেউ ঢেউ মেলা।  নতুন বছরে কিছু বালিয়াড়ি এঁকে দিস  সোহাগে সোহাগে আদরে,  আমি আকুল হবো। আর কিছু চাইবো না....  অঞ্জলি দিয়েছি, হৃদয় ভরে। ************ পলাশ পোড়েল, কুলডাঙা হাওড়া- ৭১১৩০২

কবিতা ।। প্রদীপ কুমার সামন্ত



ক্যানভাসে তিলোত্তমা             



তুমি আজ কতদূরে , নির্বাসনে
হারিয়ে যাচ্ছো একটু একটু করে --
মনের ক্যানভাসে ছবি হয়ে উঠছো
সেই ছবিতেই দেখছি তোমার তিলোত্তমা ছবি
তাতেই মনে হয়, ভাবুক , লাজুক , নির্বাক কবি  ।

চোখের আড়াল থেকে একটু দূরে
তবুও মনে হয় চীনের প্রাচীর ঘেরা
           দুর্জয়, দুর্গম পাহাড়
            আঁকাবাঁকা বন্ধুর পথ
এই মহাপ্রাচীর ভাঙতে চাই
স্বপনপুরীর বন্দিনী রাজকন্যাকে
              উদ্ধার করতে চাই  ,
বার্লিনের প্রাচীর যারা ভেঙেছে
 সেই শক্তির সন্ধান পাবো কোথায়  ?

অধরা হয়েই স্বপ্নে আঁকি তাকে
শয়নে স্বপনে জাগরনে কাজের ফাঁকে
       একবুক অস্ফুট স্বপ্ন, অব্যক্ত ভাষা
        যোগায় নতুন আশা-ভালবাসা  ;
তিলোত্তমা , যদি তুমি হাত বাড়াও
মন্ত্রমুগ্ধের মতো বাড়িয়ে রাখছি হাত
    কাঁটাতারে রক্তাক্ত হয়েও ছুটে যাবো
    তোমার অন্তহীন দুর্নিবার ভালবাসায়  ।
====================================
প্রেরক- প্রদীপ কুমার সামন্ত / সম্পাদক- দীপশিখা/ উমেদ পুর , পোষ্ট- চাউলখোলা , জেলা- দঃ 24পরগণা, পিন্- 743377
           কথা- 9830908258

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল