প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

মানুষ পেরেছে
লাল ঝোরা ফেলে যেতে চারিদিকে,
তুমি তো পারোনি।
নরম বুকের দেশ
ভেঙে চুরে দেখেছে পাথরের জোর কতখানি,
আলোবাতি নিভিয়ে কত যে খেলার ছলে
হত্যা করেছে সুন্দরের পথ,
তুমি তো পারোনি।
মানুষ পেরেছে গলায় জড়িয়ে দিতে
কাঁটার পৃথিবী রঙিন।
মানুষের দাঁতে কোবরা নিয়েছে ঠাঁই,
ছোবল ছিল না এতদিন,
বুঝবার মত বিষ সারা গায়ে অসংখ্য ছোবল মুহূর্ত
দেখে মনে হয়,
মানুষ পেরেছে স্থির দাগে কিছুটা বিষের রঙ লেপে দিতে,
তুমি তো পারোনি।
মানুষ হেসেছে তোমার কান্না শুনে,
পাপ ভালোবেসে তোমাকে ঠেলেছে দাউ দাউ আগুনে,
তুমি পুড়ে বেঁচে আছো
মানুষ জেনেছে সব ,
তুমি তা জানোনি।
মানুষ করেছে ঘেঁড়াকল, জিলিপির প্যাঁচ,ধারনার ফাঁদ
আমাদের দেশ অহঙ্কারের মাটি
মানুষ হেঁটেছে সরল পায়ের নীচে,
তুমি তো পারোনি।
==================
বিনয় ডাঙ্গর
৬৭/১ উকিলাবাদ রোড,
বহরমপুর, মুর্শিদাবাদ, পিন-৭৪২১০১
ফোন- ৮০০১৫৬৯৯৭১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন