
পথের কাহিনি
সামনে চলার এই রাস্তা।
রোজ কত সুরে বাজে কোলাহল,কাকলি;
কত কত মানুষের সৌরভ; রাস্তাটা রঙ মাখে।
জীবিকা,বাজার,স্কুল,সকাল-সন্ধ্যে হাঁটা,
ট্রেন ছাড়ে ঠিক সাড়ে আটটায়।
জ্যাম জমা রাস্তায়,চেষ্টাতে বাস পাওয়া, কেমনে যে পথ সেটা আটকায়,
এই রোজ চলে তার রুটিনে।
নির্ভীক পথ সেও অবিচল।
এ পথেই মরা-হাসা,চোখেরই জলেই ভাসা দু:খের নিশ্চিত খবরে।
পথেই তো জমা জল,ভাইরাস বাঁচছে,
কতো না জীবন-পশু জন্মায়।
পথই যে দূষণ খায়,কষ্টটা একা বয়,
এখানেই কথা-দেখা মানুষের।
পথেতেই বিয়েবাড়ী,শববাহী শেষগাড়ি
পথ নিজে থাকে কম খবরে।
পথে যেতে চুরি হয় টাকাকড়ি,গয়না,
মানবিক দিক জেনো সবটাই।
রাস্তায় ভালোবাসা,মারামারি ব্যাধি-বাসা
সাক্ষীটা আজ এই পথটাই।
নিজে সে বিচার করে,বেচাকেনা সব সারে,জীবনের বেচাকেনা-রাস্তায়।
কাদাভরা,পিচে-গলা সোজা-ট্যাঁরা সব পথ
ভেজে,পোড়ে,কাঁদে-হাসে,
খায়,শোয়,রাঁধে আরো কত কি!
পথে চলে চোর-সাধু, ঘাটে নামে বাঘে-গরু
জল খায় দিনেরাতে বারবার।
এখানেই ছাড়াছাড়ি,হারজিত,ভাড়াবাড়ি,
খেলাধুলো,প্রতারণা,শান্ত-ব্যস্ত হাট-- সবটাই।
এক পথে এতটা!
পথ তবু পথই রয়।
----------------------------
অমিতাভ সরকার
আনন্দলোক আবাসন, বারাসাত, উত্তর ২৪ পরগণা,কলকাতা-৭০০১২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন