
মনগড়া ভোটের ছড়া
রমলা মুখার্জী
অবাক দেখি পশুপাখি ব্যস্ত ভীষণ হচ্ছে ভোট-
এ দল, সে দল, হাজার কোঁদল, দুর্বলেরা বাঁধছে জোট।
গাছে-পাতায়, ডালে-লতায়, পোস্টার আর হোডিং ঝোলে-
ছেড়ে গান, হাঁকছে স্লোগান, পাখি সুর যাচ্ছে ভুলে।
হলুদ যারা বলে তারা, "কালো খারাপ, নিপাত যাক"-
বলে কালো তারাই ভালো, "বেশি ভোট কালোই পাক"।
ক্রোধে ক্ষুব্ধ, বাক যুদ্ধ, খুন-জখমে ভরছে বন-
ছন্দ-হারা, দ্বন্দ্ব-ভরা, হিংসা-দ্বেষে ঢাকছে মন।
গুলি গোলা, মারণ বোমা, অস্ত্র-শস্ত্র করল জমা-
শান্তি-হারা, পাগল-পারা, গাছ-গাছালির গা ছমছমা।
লাগল আগ, মরল বাঘ, রণ-দামামা বাজল ঐ-
ভোট পূজায়, বড় মজায় নেপোতে মারল দই।
বনের পশু, পাখি, শিশু মরল কত নেই ঠিকানা-
ব্যথায় অধীর, কেউ বা বধির, কেউ বা হল বোবা-কানা।
পশু সাধারণ করে আরাধন, পড়ল গিয়ে হাতির পায়ে,
"গদির নেশা সর্বনাশা বন্ধ করি কি উপায়ে?"
প্রাজ্ঞ হাতি, বুদ্ধি অতি, শান্তি-প্রিয় কর্মে মতি-
অনেক ভেবে বলল সবে, "অচিরেই করব গতি।"
মিষ্টি হেসে হস্তি এসে মন্ত্র দিলেন গাছের কানে-
"খাবারেতে খামতি এনে মারো ক্যানে পেটের টানে"।
না পেয়ে খাবার পশু থাবার জোরটা গেল কমে-
অম্লজান গাছের দান বুঝতে পারল ক্রমে।
ভোট-জোট ওলট-পালট, বাঁচা সবাই আপন প্রাণ-
বৃক্ষ-মাতা, পরম ত্রাতা, সবারে করেন পরিত্রাণ।
সবাই মিলে দলে দলে করলে কত বৃক্ষ-রোপণ-
ত্যাগের কর্মে, সেবা ধর্মে, শান্তিতে সব দিন যাপন।
------------------------
ডঃ রমলা মুখার্জী
বৈঁচী, বিবেকানন্দপল্লী, জেলা হুগলী, পিন 712134
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন