Featured Post

কবিতা ।। হে নববর্ষ, এসো নবরূপে ।। অজিত চৌধুরী

হে নববর্ষ, এসো নবরূপে। অজিত চৌধুরী  নববর্ষ-জাগে হর্ষ নতুনের আগমনে, নব দিশা জাগে নব আশা জাগে  সকলের মনে-প্রাণে। যত কিছু গ্লানি,খুন হানাহানি  পিছনেই ফেলে আসি, নববর্ষ এসে নূতন আবেশে   নূতনেই ভালোবাসি। চারিদিকে আজ আলপনা সাজ বর্ষ বরণের গান, পুরাতন ফেলে আনন্দ উদ্বেলে ভরে উঠুক মন-প্রাণ। তাই আজ প্রাতে পবিত্রতার সাথে  বরণে ভরে যে বুক, এইতো সবার সুখ। করি যে বরণ নববর্ষে স্মরণ ধূপ দীপ শঙ্খ বাজিয়ে, সকলের তরে সুখ শান্তি ভরে  নিয়ে এসো তুমি আজি এ।

পত্রিকার আলোচনাঃ বঙ্কিম কুমার বর্মন



ইতিমধ্যেই ঊষার আলো স্বাতন্ত্র্য জায়গা  করে নিয়েছে। উত্তরবঙ্গের কবির শহর তকমা পেয়েছে রায়গঞ্জ, এই শহরের নিকটবর্তী গ্রাম পানিশালা হাট থেকেই ধারাবাহিক ভাবেই প্রতিটি সংখ্যা প্রকাশিত করছে পত্রিকা গোষ্ঠী। পত্রিকাটিতে প্রবীণ ও নবীন সাহিত্যিকদের নিয়ে প্রকাশিত হয়। সম্প্রতি ত্রৈমাসিক পত্রিকার গ্রীষ্ম সংখ্যা প্রকাশিত হয়েছে। কলম ধরেছেন দুই বাংলার কবিরা। সাহিত্যের কিছু কথা বিভাগে তরুণ গবেষক পুরুষোত্তম সিংহ, জয়ন্ত দের লেখা গল্প নিয়ে সমালোচনা করছেন নিপুণ ভাবে সুতীক্ষ্ণ চোখে, এতে তাঁর কলমের বলিষ্ঠ শক্তিরই পরিচয় পাওয়া যায়। সুপ্রিয় নন্দী লিখেছেন— প্রসঙ্গ রবীন্দ্রনাথের 'সামান‍্য ক্ষতি' শিরোনামে তথ্য ভিত্তিক নিবন্ধ। জীবনানন্দের 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থে নারীর যে নিসর্গ রূপ প্রকৃতির সাথে একাত্মতা প্রকাশ করেছেন কবি তা নিয়েই নিপুণ ভাবে লিখেছেন সৌরভ বসাক।বাংলা ভাষা ও বাংলা ভাষা চর্চার বিভিন্ন অভিমুখ বিষয়ে লিখেছেন প্রভাত চন্দ্র সরকার। আমাদের কিছু কথা বিভাগে উত্তরবঙ্গের রাজবংশীদের "আখর বাখর" ও "সরই সরই" সংস্কৃতি নিয়ে আলোচনা করেছেন ভাস্বতী দাস এই গদ‍্যটি পত্রিকার মান বৃদ্ধি করেছে। তাপসী রাহা নামে লিখেছেন 'চোখ ও মনের কথা' শ্রুতি নাটক । গল্প বিভাগে কলম ধরেছেন অর্পিতা গোস্বামী চৌধুরী, অঞ্জন রক্ষিত, অমিতা মোড়ল (সরকার) । একমুঠো অনুভূতি কবিতা বিভাগে প্রকাশিত হয়েছে ৭৩ জন কবির কবিতা । এই সময় নিয়ে লিখেছেন সুকুমার বাড়ই ডুয়ার্সের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য নিয়ে ‌। তরুণ কবি নিবারণ দাসের সুনিপুণ সম্পাদনার সাক্ষর রেখেছেন। এবং সহ-সম্পাদক হিসেবে আছে বিনয় লাহা ও আভা সরকার মণ্ডল । ঝকঝকে ডিজিটাল কভার ও অনেকাংশেই নির্ভুল । সুন্দর প্রচ্ছদ এঁকেছেন তরুণ প্রচ্ছদ শিল্পী ও কবি রাজদীপ পুরী । উত্তরবঙ্গের এই সাহিত্য পত্রিকাটি দীর্ঘায়ু হোক এই কামনা করি ।
________________________________________

ঠিকানা :—
নাম - বঙ্কিম কুমার বর্মন
গ্রাম - বিদিশৈল
পোঃ - কৃষ্ণবাটী
জেলা - উত্তর দিনাজপুর
পিন নং - ৭৩৩১২৯ ।
মোবাইল নং - 8116540444

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল