Featured Post

কবিতা ।। ঘরে ফেরা ।। বিপ্লব নসিপুরী

ঘরে ফেরা বিপ্লব নসিপুরী  বাতাসের গায়ে তাপের ছোঁয়া  রঙের তুলি শাখে বিষাদ মনে বিবাগী ঢেউ আছড়ে পড়ে ক্ষোভে।  নয়ন তীরে অশ্রুনদী  দুকূল ভাঙে স্রোতে ভিটে মাটি দোর কেড়েছে গোটা পরিবার কাঁধে। আকাশটা আজ ছাদ হয়েছে মাটির স্নেহ ঘর পরিচয়হীন মানুষের দল সবার একই স্বর। বছর শেষে নতুন বছর দিচ্ছে হাতছানি  ক্ষোভের বাষ্প বিষাদ কষ্ট  উবে যাবে কী জানি? অসম্মানের বিষফলা তীর বিঁধেছে ওদের বুকে এমন মলম কোথায় আছে স্বস্তি দেবে প্রাণে। হারিয়ে সবই খড়কুটো দেহ বইছে সময় নীরে নতুন বছর নতুন বাতাস আনুক ফিরে তীরে।  ************* বিপ্লব নসিপুরী  গ্রাম পোস্ট শীতলগ্রাম জেলা বীরভূম  পিন-৭৩১২৩৭ 

কবিতাঃ ভুবন বন্দ্যোপাধ্যায়

নীলাঞ্জনা

                              

নীলাঞ্জনা
তুই কেমন আছিস ? 
কোথায় কত দূরে
জানতে বড় ইচ্ছে করে আজ

হঠাৎ মনে হল তোর কথা
চল্লিশটা বছর হয়নি
তোর সাথে আর দেখা ।
শুনেছিলাম এম টেক কোন
ছেলেকে বিয়ে করে
চলে গেছিস আমেরিকা,
ময়নাজুড়ি গ্রাম ছেড়ে ।

নীলাঞ্জনা তোর মনে পড়ে
স্কুলের সেই মেঠ পথ ?
পদ্ম দীঘির পাড় ?
কিম্বা বাবলার বন ?
তোর পায়ে কাঁটা ফুটেছিল একবার,
 মনে আছে তোর ?
আমি সেফটিপিন
দিয়ে বার করেছিলাম ।
স্কুল ফেরত তুই প্রতিদিন
চাইতিস লাল পদ্ম ফুল ।
আমি বই পাড়ে রেখে
জলে নেবে তুলে আনতাম।
হাতে পদ্ম ফুল পেয়ে তোর
গোলাপি ঠোঁটে হাসি ফুটত ।
আমার প্যান্ট ভিজে গেলেও
বড় ভাল লাগত তোর হাসি ।

আমি তো সেদিন গিয়েছিলাম
গ্রামের বাড়ি 
অনেকদিন পর । পালটে
গেছে অনেক কিছু । সেই
মেঠ পথ আর নেই, পদ্ম 
পুকুরে আর পদ্ম নেই ।
বাবলার গাছ আছে দু একটা,
আমার মত তারাও যেন
দিন গুনছে ।

খুব মনে হচ্ছিল তোর কথা
বুকের ভিতরটা কেমন যেন
হাহাকার করছিল ।
মনে হচ্ছিল সব আছে, তবু
তবু কিছু নেই, আমি একা ।

নীলাঞ্জনা তোর মনে পড়ে
তোর সাথে মিশতাম বলে
একবার আমায় মার খেতে
হয়েছিল তোর বাবা, কাকা
আর দাদুর কাছে । আমার
কপাল কেটে গিয়েছিল
সেই দাগটা আজও আছে ।

নীলাঞ্জনা
আমি সেই একই আছি,
বয়সটা শুধু বেড়ে গেছে ।
তুই বিশ্বাস কর আজও
মনে পড়ে তোকে, আজও ভাবি তোর কথা
একান্ত গোপনে নিঃশব্দে ।

আশা করি তুই ভালই আছিস
স্বামী, ছেলে, মেয়ে সংসার নিয়ে সেই সুদূর সাগরের ওপারে । আর আমি আছি
আজও তোর ভালবাসা বুকে
নিয়ে দুটি নদীর মাঝখানে
একা ভীষণ একা, নিঃশব্দে
নিরবে ।
           _____________
পোঃ চুড়র, জেলা- বীরভূম 731133,  পঃ বঃ ।
 মোঃ  6295152962

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল