Featured Post

কবিতা ।। হে নববর্ষ, এসো নবরূপে ।। অজিত চৌধুরী

হে নববর্ষ, এসো নবরূপে। অজিত চৌধুরী  নববর্ষ-জাগে হর্ষ নতুনের আগমনে, নব দিশা জাগে নব আশা জাগে  সকলের মনে-প্রাণে। যত কিছু গ্লানি,খুন হানাহানি  পিছনেই ফেলে আসি, নববর্ষ এসে নূতন আবেশে   নূতনেই ভালোবাসি। চারিদিকে আজ আলপনা সাজ বর্ষ বরণের গান, পুরাতন ফেলে আনন্দ উদ্বেলে ভরে উঠুক মন-প্রাণ। তাই আজ প্রাতে পবিত্রতার সাথে  বরণে ভরে যে বুক, এইতো সবার সুখ। করি যে বরণ নববর্ষে স্মরণ ধূপ দীপ শঙ্খ বাজিয়ে, সকলের তরে সুখ শান্তি ভরে  নিয়ে এসো তুমি আজি এ।

কবিতাঃ কৌশিক চক্রবর্ত্তী



প্রতিষ্ঠাদিবস


কোনো এক আশ্চর্য উপলব্ধি ঘিরে ধরছে আপামর বুকে
সকলের জন্য তৈরি আছে মিথের বাগান
এখানে পাঁচিল ডিঙিয়ে ছুটে আসে রঙিন ফেস্টুন
আমিও নিজের অজান্তেই রঙ করে রাখি নিজস্ব মাঠে
যে কেউ ছুটতে এলে সাজিয়ে দিই রঙের ক্রমতালিকায়--

আজ নিস্তব্ধ তপোবন
তোমরাও নিতে এসেছ সকলের মতো সেজে ওঠার পাঠ
আবার ছুটতে হলে
একদৃষ্টে তাকিয়ে দেখো ধর্মহীন, আড়ালহীন পরিশ্রান্ত পায়েদের ভিড়ে
আবার কখনো এই দেয়ালের পাশেই হুবহু ছড়ানো আছে ভবিষ্যতের ঘুটিগুলো...

এমন ভবিষ্যৎ-চোখ উড়ন্ত পাখিদের বুকে বুনে দিচ্ছে ডানা-
যোগাচ্ছে ভেসে থাকবার অমোঘ শক্তি--
যে সাগরের বুক থেকে তুমি বেছে নিচ্ছ এতটুকু নীলাভ সংকেত
তার পথে আমরাই তৈরি করব গভীর প্রাসাদ, একেবারে অভিজ্ঞ হাতে...

প্রতিটা শ্লোগান থেকে তোমরাও এইবার আমার নাম নাও,
হাতে নাও নিঙড়ানো বিবেক, পরিশ্রুত আত্মাজল
সামনে চেয়ে দেখো,
প্রত্যেকটি রঙিন পালক কিভাবে ঢেলে দিচ্ছে তোমার দুর্বলতা--

এখানে পাখিরা বসে দুপায়ের ভারে-
আকাশেই মেলে ধরে স্নান করা নতুন শরীর-
এই উড়ে যাবার আর কোনো বাধা নেই বলে 
তোমাকেও সেইভাবে অনায়াসে ওড়ানো যাচ্ছে মাথার উচ্চতায়--

প্রতিটা শুরুর ক্ষণ এভাবেই বোনা হয় একদিন
প্রতিষ্ঠা করা যায় নিজের মধ্যে আরো একটা দিকশূন্য শিক্ষালয়-
জন্ম নেবার থেকে জন্ম দেবার পিছনে লুকিয়ে থাকে অনেক প্রত্যয়
এভাবে প্রতিটা নবজন্মের পর এক একটা নতুন প্রতিষ্ঠাদিবস পালন করে যাব আমি...
=======================================


নাম: কৌশিক চক্রবর্ত্তী
ঠিকানা: 165/A, অন্নদা ভবন, ক্রাইপার রোড, পোস্ট- কোন্নগর, জেলা - হুগলী, পিন- 712235
ফোন নং- 9433759247

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল