Featured Post

কবিতা ।। নতুন বছরে ।। পলাশ পোড়েল

নতুন বছরে পলাশ পোড়েল নতুন বছরে স্বপ্ন জেগে থাকে  নোয়ার নৌকায় শীতের আড়তে,  ইচ্ছে ডানার উড়ালে ভেসে  রবি শস্যের খেতে। ভালোবাসার মিনারে চড়াবো তোকে  হাতের মুঠোয় হাতটি ধরে,  ঠোঁটের সব তৃষ্ণা মিটিয়ে নিস টিউলিপ  কিছু জিনিয়া ছুঁয়ে ভোরে।  সারাদিন কানামাছি খেলা.......  উন্মুক্ত করে তরঙ্গের ঢেউ ঢেউ মেলা।  নতুন বছরে কিছু বালিয়াড়ি এঁকে দিস  সোহাগে সোহাগে আদরে,  আমি আকুল হবো। আর কিছু চাইবো না....  অঞ্জলি দিয়েছি, হৃদয় ভরে। ************ পলাশ পোড়েল, কুলডাঙা হাওড়া- ৭১১৩০২

অণুগল্পঃ সোমনাথ বেনিয়া

প্রণামি 


আগে কোনো মন্দির বিশেষ করে শনি ঠাকুরের মন্দির দেখলে পাঁচ সিকি - আট আনা প্রণামি দিতাম। অনেকে দিতো দেখে একপ্রকার বিশ্বাস রেখে আমিও দিতাম। যাই হোক বিশ্বাসের উপর ভরসা রেখে যখন সেভাবে কিছু করে উঠতে পারলাম না, তখন থেকে প্রণামি দেওয়া বন্ধ। তারপর থেকে বড়ো রাস্তার পাশে শনি মন্দিরটা দেখলে শুধু প্রণামের উপর দিয়ে চলে যেতাম।
         এখন অনেকগুলো বছর পেরিয়ে এসেছি। সেসব অতীত। আসলে বাস্তবতার চাপে ঈশ্বরপ্রীতি সরে গিয়ে ধর্মের উপর কর্মনীতি চেপে বসেছিল। ওসব আর মাথায় আসে না। তবে সেদিন ওই শনি মন্দিরের সামনে অনেক লোকের জড় হ‌ওয়া দেখে অহেতুক পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। ভাবলাম যাই। বয়স হচ্ছে তো!
         তা গিয়ে দেখি পুজোর ধুম‌। আমি ওসবের দিকে না তাকিয়ে প্রণামির থালাটা খুঁজছিলাম, প্রণামি দেবো বলে। অবশেষে থালাটা দেখতে পেয়ে পকেট থেকে মানি ব‍্যাগ বার করে খুচরো পয়সা খুঁজি, দেখি মাত্র এক টাকার একটা কয়েন পড়ে আছে। ওটাই বার করে দিতে গিয়ে মনে হলো আশেপাশে এত লোক, এক টাকা, কী ভাববে, যদি দেখে ফেলে কারণ প্রণামির থালা ভালো করে লক্ষ‍্য করেছিলাম যে ওখানে সব‌ই প্রায় দশ টাকার নোট, তার আবার দু-একটা কুড়ি টাকার নোট‌ও আছে। হাতে এক টাকা নিয়ে দাঁড়িয়ে বোকার মতো এদিক-ওদিক তাকাতে চোখে পড়লো একটি কাগজের বোর্ড যার উপরে হাতে লেখায় রয়েছে - "দয়া করে খুচরো কয়েনে প্রণামি দেবেন না। খুচরো দিলে ঝামেলা হয়।"
           লেখাটি পড়ে বুকপকেটে এক টাকার কয়েন রেখে ঠাকুরের দিকে হাতজোড় করে বললাম - সেসময়ের পাঁচ সিকি - আট আনা আজ তোমার কৃপায় দশ-কুড়ি হয়েছে। এই মহার্ঘ প্রণামিতে আমার লঘু প্রণামটুকু নাও ঠাকুর!
============================
ঠিকানা - ১৪৮, সারদা পল্লি বাই লেন
ডাক + থানা - নিমতা
জেলা - উত্তর ২৪ - পরগনা
কলকাতা - ৭০০ ০৪৯
ফোন - 8697668875/9143155045(W/app)

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল