একটি পুরাতন মুখ
পুরাতন মুখ আবার ভেসে ওঠে মনের আয়নায়।
সেই কবেকার একখানি মুখ
অতি সুন্দর
আজও ভালোবাসি সেই মুখ।
যার কোন ছোঁয়া নেই আমার সর্বাঙ্গে,
যাকে স্বপ্ন ছাড়া আর অন্যভাবে ছোঁয়া সম্ভব নয়।
যে মন থেকে সেই মুখ সে অন্যমনা।
মনের মধ্যে বিষাক্ত কীটপতঙ্গ ছিল না
আমি বুঝেছি,
বুঝেছি তার লুকোচুরি খেলায়।
আমার অসংখ্য চোখে তার মনমূর্তি দেখেছি।
ধূলোয়,পাথরে,রোদ্দুরে,খোলা হাওয়ায়
সেই মুখ বারে বারে উল্কা বৃষ্টি নামায়।
অনুভূতি দূরত্ব বাড়ায় ক্রমশ।
অন্যদিকে আজও বাড়ছে তার আকার,আয়তন,রঙ ইত্যাদি।
আমি বাড়িয়ে দিচ্ছি,
ঈশ্বরও বাড়াচ্ছেন।
ভাব,ভাবনা এভাবে বাড়তে বাড়তে একদিন.....
কি হবে জানি না।
কিছু সৃষ্টি যদি হয়!
জীবনের কোন্ কাজে লাগবে সেই মুখ?
যদি লাগে এভাবেই
সৃষ্টিতে আর অনুতাপে।
====================
বিনয় ডাঙ্গর
৬৭/১ উকিলাবাদ রোড,
বহরমপুর, মুর্শিদাবাদ, পিন-৭৪২১০১
ফোন- ৮০০১৫৬৯৯৭১