মুক্তি
এই তো সেদিনও বকুল গন্ধে ছিলেম মিশে
কৃষ্ণচূড়ার রঙে রঙিন ভুবন এঁকে ,
ভীতু হরিণীর মতো হেঁটেছিলাম শকুন্তলার পথে
বুঝিনি দুষ্মন্তের খেলা ভাঙার খেয়াল ছিলো সাথে।
আজ মুক্ত হলাম , যদিও চাইনি হতে।
বড্ড ভয়, ভীষণ তমসা চারিদিকে।
তবে যদি মুক্তি পেয়েই যায়
জীবন জুড়ে স্বেচ্ছাচারিতা চাই।
জন্ম নিক , কালাপাহাড় মনের গভীর ঘরে;
অজাতশত্রুর উন্মাদনা দু চোখে খেলা করে।
রক্ত মাঝে বেড়াক ছুটে পরশুরামের প্রতীজ্ঞা
ভৃগুর দম্ভ বুকে জাগুক, জাগুক অনল তৃষা।