ওগো—যাস নে ঘরের বাহিরে
বৈশাখের কাঠ-গোলাপ আতঙ্কিত অকাল মৃত্যু ভয়ে
এই বুদ্ধপূর্ণিমায় বিশ্বচরাচর অবগাহন করেনি জ্যোৎস্নার অমরত্বে
আকাশের গ্রহ-তারা ধন্দে এত নিস্তব্ধ নিস্তেজ কেন কবিগুরুর বৈশাখে
এইসময়েই আপামর সাহিত্য-সংস্কৃতি প্রেমী স্মরণ করে এক হয় উৎসবে।
ত্রিসংসার এবার আবার আচ্ছাদিত শতবর্ষের মারণ ভাইরাসে
মানুষ মানুষকে ভরসা না করে অবিশ্বাস ভয় সব ঘটে।
আমাদের আকুল প্রার্থনা, গরল মুক্তো করো এই বিশ্বকেজ
সব পাপ খন্ডন করে শুষে নাও বিষ ভাইরাস তোমার কন্ঠে
বন্দী দশার মুক্তো করে এনে দাও বিশুদ্ধ প্রাণ আকাশে বাতাসে
সব গ্লানি মুছে দিয়ে সূর্য্য প্রজ্জ্বলিত হোক নির্মল স্থাবর-জঙ্গমে
ভালোবাসার আর ভালোলাগার জগৎসংসার আবার আসুক ফিরে।
তোমার, "ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে" নির্দেশ মেনে
আমাদের প্রত্যয় সব মহামারী অতিমারি নিশ্চিহ্ণ হবে তোমার ছোঁয়ায়।
================
তপন তরফদার প্রেমবাজার আই আই টি খড়্গপুর ৭২১৩০৬ ফোন ৯৪৩৪০৭৭৪৯০