।। ঘাড় উঁচু করা স্বপ্ন।।
তোমাকে মেরে গেছে পুরুষ বৈভব
কপালে জমে থাকা রক্তদাগ
তুমি তো এসেছিলে শেকল মুখে নিয়ে
যেভাবে রোজ পাখি ফেরে খাঁচায়।
এই সে বিছানা, অশ্রুভরা আছে
ছড়িয়ে অপমান হাত পা তোর
লজ্জা পেয়ে যায় সোনার সীতাহার
কে তোকে ভাঙেচোরে কে ছোঁয় তোর
শীতলপাটি মুখ, শরীরে ঢেউ তোলা
সারাটা দিন জুড়ে অপেক্ষায়
সবটা তোলা আছে সময় শুধু নেই
কে ভাবে তোর কথা কান্না পায়।
এতোটাকাল জুড়ে শুধুই লোফালুফি
একটি মেয়ে রোজ টুকরো হয়
পুরুষ সন্ত্রাস গুঁড়িয়ে দাও ,ছেঁড়ো
বিছানা থেকে জাগো মা আমার।
=====০০০=====
কবি সৌমিত বসু
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগণা