Featured Post

কবিতা ।। মাতৃভাষা ।। ভারতী বন্দ্যোপাধ্যায়

.           মাতৃভাষা  .       ভারতী বন্দ্যোপাধ্যায় .      মাতৃভাষায় লিখবো বলে .      খুঁজতে গেছি সাধের ভাষা .       গঙ্গা পাড়ে পদ্মা পাড়ে .      পার হয়ে সেই কাঁটার বেড়া, # .      মাতৃভাষা দোলনা দোলায় .      স্বপ্ন আঁকে শিশুর চক্ষে .      মাতৃভাষা গড়িয়ে গেল .      তিস্তা থেকে কপোতাক্ষে, # .      মাতৃভাষা মায়ের গলায় .      প্রথম শোনা গানের কলি .      মাতৃভাষা মেয়ের হাতে .      বর্ণমালা হাতে খড়ি., # .      মাতৃভাষা আমার ভাষা .       গঙ্গা পদ্মা ভাগীরথী .      মাতৃভাষা উনিশে মে .       একুশ তারিখ ফেব্রুয়ারি।।  ...

কবিতাগুচ্ছ ।। সোমা মজুমদার
















তবুও প্রেম 


আমার যখন একলা লাগে খুব 
তোমার তখন মনখারাপ হোক 
তোমার তবু সন্ধ্যা জুড়ে হাজার আয়োজন 
আমি কেবল সন্ধ্যা মানে তোমায় বুঝি...
তুমি আজও ইচ্ছে মতো জল মাখো শরীরে 
আমার কেন ভাল্লাগে না কিছু 
তোমার তবু সব পাওয়াদের মাঝে 
আমার অভাব থাকুক কিছু কিছু ...।
-------------------------------


কাজল চোখে নদী


আলো আঁধারীর রাত, দূরে কোথাও অজানা পাখির ডাক 
জাম গাছের পাতায় পাতায় জোছনার মাখামাখি... 
একটা ভীষণ মাধবী রাত 
ফুলের গন্ধ হাওয়ার ডানায় করে উড়াউড়ি...।
তবুও আমার কাজল ভরা চোখ কেন হয়ে যায় নদী...? 
-------------------------------

দূর পাহাড়ের গল্প 


রোদ মেখেছি কপাল জুড়ে 
ইচ্ছে গুলো মেলছে ডানা 
খানিক দূরে শিশির সকাল... 
খানিক দূরে স্বপ্ন। 
আঁধার নামা নীরবতায় 
চুপকথারা ভাসছে হাওয়ায়...। 
জলের গায়ে সন্ধ্যা নামে 
চিত্ত করে ধন্য। 
ইচ্ছে ডানা মেঘ ছুঁয়েছে 
দূর পাহাড়ের গল্প।। 
----------------------
 

আবার আসুক পুরনো অসুখ 


আবার আসুক পুরনো অসুখ 
চলতে চলতে হঠাৎ বৃষ্টি 
একলা পথের কোন বাঁকে 
অপেক্ষাতে সন্ধ্যা নামুক।। 
বৃষ্টি ফোঁটা শাড়ির ভাঁজে 
লেপ্টে থাকুক আঁচল তলে। 
আঁধার নামুক সবটা জুড়ে...। 
ভুল কিছু হোক সঙ্গোপনে 
পথের পরে পথ পেরিয়ে  
ঠিকানা ঠিক ভুলে গিয়ে 
বৃষ্টি ভেজা জোনাক মেখে 
রাতজাগা হোক 
হিজল তলে।। 
-------------- 

সোমা মজুমদার 
আসাম 
হাইলাকান্দি 





মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল