Featured Post

কবিতা ।। স্বাগতম নববর্ষ ।। আশীষ কুমার চক্রবর্তী

স্বাগতম নববর্ষ আশীষ কুমার চক্রবর্তী যত গাছপালা, জীবজন্তু, জড়বস্তু, প্রাণী এই বিশ্বে চিরদিন কিছুই নয়তো স্থায়ী। যা কিছু নুতন বর্তমানে  পুরানো হয় আগামী দিনে। সময় হলে চলে যেতে হবে প্রকৃতির এই অমোঘ নিয়মে আসা যাওয়ার এই স্রোতে ভেসে বাংলায় ঋতু আসে। গ্রীষ্ম ঋতুতে বর্ষশুরু,ঋতুরাজে তার শেষ  কিছু সুখ স্মৃতি ,কিছু দুখে ভরে রেখে যায় তার রেশ।  যত পুরাতন আবর্জনা সরিয়ে চৈত্র মাসে কালবোশেখী সুন্দর করে ধরাকে দেয় সাজিয়ে। ছেড়ে দিতে কারো চায় না যে মন তবুও সে চলে যায় বর্ষ বিদায়ের বিরহ ব্যথায় বসন্তের দিন, চলে যায়। বর্ষশেষের রেশ রেখে যায় শিবের গাজন গানে আরাধনা করি মহাদেব কে নববর্ষের প্রাক্কালে। বোশেখ মাসের প্রথম দিনে শুরু হয় নববর্ষের  নবীন আলোকবার্তা শোনায় নতুন সূর্য প্রভাতের।  আজকে সকলে উঠেছে মেতে চিরনুতনের ডাকে নয়নে দেখি সকলই নবীন পুণ্য ধরিত্রীকে। গুরুজনদের পায়ে হাত দিয়ে ছোটরা প্রণাম করে বাংলার এই সংস্কৃতি ,আজ প্রতিটা ঘরে। জাত,ধর্মের ভেদাভেদ ভুলে সকলে নববর্ষে আনন্দ উপভোগ করে নানা উৎসব,মেলাতে। শুভারম্ভ নববর্ষের আজকে এই প্রভাতে ব্যবসায়ীরা জাবেদা হাতে কালীমন্দিরে ...

কবিতা ।। উত্তাপের খোঁজে ।। সৌমিক ঘোষ


উত্তাপের খোঁজে

 সৌমিক ঘোষ


আসা যাওয়ার - সেই একই দিশায় ;-
পেরিয়ে এলাম অন্তহীন পথ ,
           একটু উত্তাপের খোঁজে ।

পেছন ফিরে তাকালেই -
কুন্ডলীপাকানো একটা ভয় ,
হিসেবপত্তর আর তত্ত্বকথার জালে ;
              আমাকে চায়  জড়াতে ।

জন্ম থেকে আজ - এই দীর্ঘ সময় ;-
                 শুধুই কেটে যায় ,
            কোন এক অজানার টানে ।

লোভ , মোহ আর কামনার 'ওম ' আঁচে ,-
প্রতিষ্ঠা ও সম্মানের সুপ্ত ইচ্ছে ;
          সবই খরচ হয়ে যায় -,
          স্বাদ বদলানোর আশায় ।
 
জীর্ণ কাঠামোটা , আস্তে আস্তে -
     কখন যেন ; শেষ হয়ে যায় ।

       তবু বাঁচার চিন্তাকে ভুলিয়ে
একান্তের মুহুর্তটা চায় পালাতে -,
দূরের হিমেল ঘাসজমিতে ,-
  আর একটু উত্তাপের খোঁজে ।
 
==================

 
সৌমিক ঘোষ
৬৭/জি; জি.টি.রোড (পশ্চিম)
শ্রীরা মপুর - ৭১২ ২০৩ , হুগলী.
আলাপন - ৮১০০১৭৪৩৬০

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল