প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

আগামী ১৮ জানুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত ৪৭ তম International Kolkata Book Fair (আন্তর্জাতিক কলকাতা বইমেলা)-য় 'স্মরণীয় ইতিহাসের গল্প' বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে ইতিহাস আশ্রিত স্মরণীয় ষোলটি গল্প স্থান পেয়েছে।
সম্পাদক বিশ্বরূপ মজুমদার বইটির ভূমিকায় লিখেছেন, "যা অতীত তা-ই ইতিহাস। তবু অতীতের স্মরণীয় এবং উল্লেখযোগ্য ঘটনাগুলি ইতিহাসের পাতায় স্থান করে নেয়। সময় বিশেষে সেই জলন্ত ইতিহাস কথাও বলে ওঠে। অনুসন্ধিৎসু মানুষের কানে ফিসফিস করে সে বলে দেয় নিজের গৌরবগাথা, হিংসা, দ্বেষ, বিশ্বাসঘাতকতার নানান গোপন কাহিনি।
'গপ্পো-সপ্পো' নিবেদিত 'স্মরণীয় ইতিহাসের গল্প' সংকলনে স্থান পেয়েছে বাছাইকরা ষোলটি ইতিহাস আশ্রিত কাহিনি। যে ইতিহাস কথা বলেছে তারা আপন মহিমায় মহিমান্বিত। নানা রঙে রঙিন। রাজা রাণির শৌর্যবীর্য থেকে বুদ্ধের মানবতা সবই স্থান পেয়েছে এই গল্প সংকলনের পাতায় পাতায়। সংকলনের প্রত্যেকটি গল্পই তার আপন বৈচিত্রে অনন্য। 'গপ্পো-সপ্পো'-র পাঠকেরা নানা বর্ণের নানা স্বাদের এই গল্পগুলির মধ্যে ইতিহাসকে ছুঁতে পারবেন। ইতিহাসের অন্দরে ঢুকে পড়ে হারিয়ে যেতে পারবেন কালের অন্দরে।"
======================
বই - স্মরণীয় ইতিহাসের গল্প
সম্পাদনা - বিশ্বরূপ মজুমদার
প্রকাশক - গপ্পো-সপ্পো
প্রচ্ছদটি এঁকেছেন শিল্পী প্রণব হাজরা
INR : 275.00 / US $ : 8
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন