প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

হৃদয় জুড়ে একটার পর একটা আঘাতে -
শুধু জেরবার হচ্ছে মন। কতকটা জেনে শুনে ,
কতকটা হয়তো তোমার অজান্তেই -
আসছে নেমে। তুমি জানোও না এ মন
ক্ষতবিক্ষত বসন্ত শেষে গাছের ডালের মতো।
সমস্ত ডালপালা শূন্য করে আবেগ গুলো
একে একে নিঃশেষে যাচ্ছে ঝরে।
আমি নিরন্তর দুখের আগুনে জ্বলছি
তবুও ভুলতে পারছি কই?
এতো যে আঘাত দিচ্ছো
এতে তুমি সুখী তো?
দেখো একদিন ঠিক তুমি সুখী হবে -
ঠিক হবেই। আমাকে ছাড়া তুমি
পথ চলবে! আমাকে ছাড়া তুমি সুখী হবে তো ?
তোমার সুখ পাখি ঐ পাতা ওয়ালা গাছের
ডালে বসে গান গাইবে তো ?
সেই যে তোমার খুব প্রিয় বেহাগ ; সুর ধরবে তো।
ভালোবাসা হাটে বাজারে নিলাম হয় না
এ কথা টা শুধু বুঝে নিও ; আর তার পর -
তুমি সুখী হয়ো, খুব সুখী হয়ো চির বসন্তের মতো সুখী হয়ো ।।
================
বিপাশা সমাদ্দার
রাজপুর মিশ্র পাড়া রোড। পোষ্ট : রাজপুর। দক্ষিণ ২৪ পরগণা কলকাতা : 700149
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন