ছড়া ।। নতুন বছর ।। জয়দেব দাস
নতুন বছর জয়দেব দাস আর কটা দিন পরেই দেখো বছর ভ্যানিশ হলে, হুশ করে এক নতুন বছর আসবে হঠাৎ চলে। কেউ কি তাহার হদিশ পাবে কোন সাগরের পারে, এই বছরটা থাকবে কোথায়? কোন ইতিহাস ধারে। একেই বলে ভেল্কি বাজি জাদুর খেলা বটে, নতুন বছর নতুন হয়ে আসবে মাঠে ঘাটে। আসবে ফিরে সেই ঋতু সব আসবে ফিরে মাস গুলা, শুকনো পাতা ঝরবে ফিরে ফুটবে পুনঃ ফুল গোলা। গাইবে পাখি, মিলবে ডানা, বাঁধবে বাসা গাছ ডালে। বছর যাবে আটকাবে কে, যাক সে তবে, দুগ্গা দুগ্গা বলে।
মাননীয় সম্পাদক মহাশয় ও শ্রদ্ধেয় সকল গুণীজনকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি
উত্তরমুছুন