Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

ছবি
  এই সংখ্যায় একটি গ্রন্থ আলোচনা ও একটি ধারাবাহিক রচনা ছাড়া সব লেখাই ভাষা দিবস, মাতৃভাষা, ভাষাচেতনা ও ভাষা সমস্যা বিষয়ক রচনা। লেখাগুলি এই সংখ্যাকে অনেকটাই সমৃদ্ধ করেছে। পড়ুন। শেয়ার করুন। মতামত জানান। লেখকগণ নিজের নিজের লেখার লিঙ্ক শেয়ার করুন যতখুশি, যে মাধ্যমে খুশি। কিন্তু স্ক্রিনশট শেয়ার নৈব নৈব চ!  অন্য বিষয়ের লেখাগুলি আগামী সংখ্যার জন্য রইল।  সকলকে ধন্যবাদ, অভিনন্দন। ভালো থাকুন।   --সম্পাদক, নবপ্রভাত। ==  সূ  চি  প  ত্র  == প্রবন্ধ-নিবন্ধ অমর ২১শে ফেব্রুয়ারি বাঙ্গালীর বাংলা ভাষা দুর্জয় দিবস।। বটু কৃষ্ণ হালদার ভাষা শহীদদের পঁচাত্তর বছর।। অনিন্দ্য পাল একুশে ফেব্রুয়ারি : বাঙালির শ্রেষ্ঠ অশ্রুবিন্দু।। জীবনকুমার সরকার কবিগানের সাহিত্যিক ও সমাজতাত্ত্বিক মূল্য।। বারিদ বরন গুপ্ত বিপন্ন মাতৃভাষা ও সংস্কৃতি।। শ্যামল হুদাতী মায়ের দুধ আর মাতৃভাষা।। প্রদীপ কুমার দে একুশে ফেব্রুয়ারি : কিছু কথা।। বনশ্রী গোপ বাংলায় কথা বাংলায় কাজ।। চন্দন দাশগুপ্ত বিপন্ন মাতৃভাষা ও তার মুক্তির পথ।। মিঠুন মুখার্জী. হে অমর একুশে, তোমায় ভুলিনি, ভুলব না।। মহম্মদ মফিজুল ইসলা...

কবিতা ।। ভাষাশ্রী ।। তপন মাইতি

ভাষাশ্রী 

তপন মাইতি


তুমি তো সেই ভাষাশ্রী 
ভুমিষ্ট হওয়ার পর প্রথম কেঁদে উঠে ডেকেছিলাম 'মা'
শ্রীপঞ্চমী দিনে বাগদেবীর সামনে হাতে খড়ি দিয়ে
লিখিয়ে ছিলেন পাড়ার পরেশ মাস্টার 'অ-আ....।'
আর অমৃতের মত পৃথিবীর সবচেয়ে মধুরতম ভাষা
বর্ণপরিচয়, কিশলয়, সহজপাঠের ভাষা তুমি।
আমার মায়ের ঘুম পাড়ানির প্রথম গানের কলি তুমি।
জীবন জীবিকার ভাষা হলে তুমি।
প্রথম প্রেমের বানান ভুল হওয়া চিঠির উত্তর তুমি।
আমার প্রথম আবেগ ও আবেদনের ভাষা তুমি।
তোমাকে ভুলতে না পারবার ভাষা তুমি।
ছেলেহারা মায়ের আর্তনাদ, সন্তানহারা বাবার বোবা কান্না 
ভাইহারা বোনের শোকের ছায়ার ভাষা তুমি।
নীলাকাশের অস্তরাগে পাখির ফিরে আসা বুলি তুমি।
চাঁদ ভেবে প্রেমিকাকে চুমু খাওয়ার আদর তুমি।
কালবৈশাখী ঝড়ে বানভাসী সংসারীদের অসহায়ের ভাষা তুমি।
মেশিন গানের সামনে বুক পেতে দেওয়া প্রতিবাদের ভাষা তুমি।
চরম ঘৃণা অবজ্ঞা পদদলিত হওয়ার বিরুদ্ধে জেঁহাদ ঘোষণার ভাষা তুমি।
রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায় আশ্রয় ছায়ার ভাষা তুমি। 
মহান মানুষের মহান সংস্কৃতি মর্যাদা ঐতিহ্যের ভাষা তুমি।
সোনালী ফসল ফলানো চাষী ভাইদের শস্য বুনতে বুনতে গুনগুন করবার গান তুমি।
আমার আবেদন বিনোদন আমোদ প্রমোদের ভাষা তুমি।
ব্যর্থ প্রেমিকের নিঃসঙ্গ নিস্তব্ধ বিরহ বুঝবার ভাষা তুমি।
স্বাধীনতার বলিষ্ঠ শ্লোগানের ভাষা তুমি।
ঠান্ডা যুদ্ধে হেরে যাওয়া ব্যর্থ সৈনিকের উঠে দাঁড়ানো প্রতিশোধের স্পৃহা তুমি।
মাতৃভাষা প্রতিপালন সংকল্পের ভাষা তুমি।
বিস্মৃত বিস্মিত তাড়িত দুঃখের বন্ধুদের নিক্ষিপ্ত ভাষা তুমি।
আমাদের জীবন ও জীবিকার ভিতের ভাষা তুমি।
জীবন বেহালার করুণ সুরের আর্তির ভাষা তুমি।
ভাষা শহীদদের বুকের রক্তে আন্তর্জাতিক মর্যাদা তুমি।
জীবনের সব মেনে মানিয়ে নেওয়ার ভাষা তুমি।
প্রেমিকের হাত ধরে পালানোর ভাষা তুমি।
তুমি আমার জনম দুঃখিনী মনের ভাষা তুমি।
কোন গ্রাম প্রান্তিক থেকে মহানগর হয়ে উঠবার আশ্বাস তুমি।
প্রেমিকার মনখারাপ বিকেলে মন ভালো করবার ভাষা তুমি।
প্রেমিকের হাত ধরে ঘুরে ঘুরে শহরের কানাগলি বুঝে যাওয়ার ভাষা তুমি।
মন তোলপাড় করে উঠবার, শরীরে শিহরণ তুলবার ভাষা তুমি।
কল্পনার আকাশে রঙধনুর রঙ তুমি।
অজ গাঁয়ে ঠাকমার 'আয় আয় চৈ চৈ কুঁড়ো খাবি আয়' ভাষা তুমি।
বয়স্ক ঠাকুমার লাঠি হাতে আবোল তাবোল বলবার ঠাকুমার ঝুলি শুনবার ভাষা তুমি।
ছয় ঋতুর মনের ভাব প্রকাশ করবার ভাষা তুমি।
আবেগময় মহেশের চোখের জলের ভাষা তুমি।
চাষীভাইয়ের মজদুর ট্রাক্টরের ফসল বোনার ছন্দ তুমি।
এলোপাথারি খিস্তি খেউরের বিরুদ্ধে ডুকরে কেঁদে উঠবার ভাষা তুমি।
দেশের পতাকা উড়বার জাতীয় সংগীতের ভাষা তুমি।
সূর্য ওঠা চাঁদ ডোবার অবিকল মুগ্ধ হওয়ার ভাষা তুমি।
আমার চোদ্দপুরুষ ভিটেমাটি মাতৃভাষায় কথা বলবার ভাষা তুমি।
আমার নিদারুণ কবিতার ভাস্কর্য সৌন্দর্যের ভাষা তুমি। 
আমাদের আকাঙ্খা ভোগ বাসনা মনের ভাষা রূপসী বাংলার ভাষা তুমি।
মনকেমন টালমাটাল জীবনের বেঁচে থাকার অনুপ্রেরণার ভাষা তুমি।
ভোরের কলকাকলি পাখির কূজনের ভাষা তুমি।
না বলা কথা বুঝতে পারার হদিসের নাম তুমি।
শিশির ভেজা ঘাসে আদর মাখা শিউলীফুলের প্রথম পরশ 
কাশবনের দোলাচলের লজ্জাবতী লতার মুদে যাওয়ার ভাষা তুমি।
আমাদের মায়ের প্রাণের ভাষা তুমি।
দোয়েল কোয়েল মৌমাছি প্রজাপতির গুঞ্জনের ভাষা তুমি।
পান্তাভাতে নুন লঙ্কা পেঁয়াজে বেঁচে থাকার ভাষা তুমি।
ভাষিক জাতিসত্তার উন্মেষ নবজাগরণের ভাষা তুমি।
মানুষের মৌলিক চাহিদার চোদ্দ দফা দাবীর ভাষা তুমি।
আয়ুষ্কাল বাড়ানোর জন্য ভগবানের কৃপা পাওয়ার প্রার্থনার ভাষা তুমি।

সত্যি বলছি শুধু কথার কথা নয়; এই মাথা ছুঁয়ে বলছি 
তোমার কাছে আমি বড় সাবলীল 
তোমার জন্য বাংলার মাটিতে 
শিমুল পলাশ কৃষ্ণচূড়ার মত ভিজেছিল অমর একুশ 
প্রতিবাদের মিছিল হেঁটেছিল বাংলার বর্ণমালা
তুমি তো সেই ভাষাশ্রী 
তোমাকে আমরা আগলে রাখব 
তোমাকে আমরা ধরে রাখব 
                                    জীবন দিয়ে ভাষাশ্রী।

==============
তপন মাইতি
গ্রামঃ পশ্চিম দেবীপুর; পোঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; জেলাঃ দঃ২৪পরগণা; পিন-৭৪৩৩৮৩; পশ্চিমবঙ্গ। ভারত।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত