Featured Post
কবিতা ।। ভাষা দিবস ।। কিশোর ব্যানার্জ্জী
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভাষা দিবস
কিশোর ব্যানার্জ্জী
ভাষা দিবস মানুষের চিন্তা ধারায় আর নেই
হারিয়ে যাচ্ছে মনে করার প্রয়োজন মনে করে না,
আজকের এই শিক্ষিত সমাজ ঠুনকো আত্মসম্মানের কথা চিন্তা করে বাংলা ভাষাকে কেউ
গুরুত্ব দিতে সম্মত বোধ করে না।
বাংলা ভাষা অধিকাংশ মানুষের কাছে মুল্যহীন,
তবু চারিদিকে সাহিত্যিক জগতের
কিছু মানুষ সাহিত্য সমালোচনায় বাংলা ভাষাকে ভুভারতে মান্যতা দিয়ে গোটা
বিশ্বজুড়ে সবার সেরা শ্রেষ্ট আসনে আসীন করা হবে।
সাধারন মানুষ বাংলা ভাষার মান্যতা দেয় না,
চাওয়া পাওয়ার মধ্যে আবদ্ধ রাখে নিজেকে
বাঙালীর অবস্থা মহাপুরুষদের নাম
ভাঙিয়ে জীবন ধারন করা।
সত্যের সামনা সামনি হতে মন হতে সায় দেয় না,
ভাষার চর্চা করে জীবন ধারন চলবে
যাই হোক ভাষা চর্চা হোক
বাংলা ভাষা গোটা বিশ্বে আলোড়ন তুলুক।
আমরা যেন বাঙালী হয়ে মহাপুরুষদের নাম উজ্বল গৌরবান্বিত করতে পারি।
এটাই আমাদের ধ্যান ঙ্গ্যান
সমস্ত কবি সাহিত্যিকরা এগিয়ে আসুন বাংলা ভাষাকে আমরা ,সকলে মিলে জাতীয়
সম্মানে , মর্যাদা।
দিতে পারি
জয় হোক বাংলা ভাষা
মহাপুরুষদের আশীষ থাকবে আমাদের মাথায়।
বাংলা ভাষা আমাদের জাতীয় সম্মান জাতীয় মর্যাদা।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন