Featured Post
কবিতা ।। ভার্চুয়াল পুজো ।। সবিতা বিশ্বাস
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভার্চুয়াল পুজো
সবিতা বিশ্বাস
মা দুগ্গার মন খারাপ বায়না নেই মোটে
অন্যবার ক্লাবগুলো হামলে এসে জোটে
রথযাত্রায় কুমোরটুলি এক্কেবারে ফাঁকা
কোনরকমে কাঠামোপুজো নেই ফলের ঝাঁকা
গণশা কেতো লক্ষ্মী সরো মুখটি করে চুন
ভাবতে গিয়ে তরকারিতে দিলেন দুবার নুন
আহারে বসে শিব শম্ভু ভীষণ রেগে কাঁই
মাথা ঝাঁকাতে জটার থেকে পড়ল ঝরে ছাই
কি যে করেন শিবানী মাতা উতলা বড় মন
মর্ত্য থেকে কি উঠে যাবে পুজোর আয়োজন?
ভোলেন নি তো গতবারের প্যান্ডেলের হাল
স্যানিটাইজার মাস্ক বাপরে নাজেহাল!
হতচ্ছাড়া নাছোড়বান্দা করোনাটাই বদ
সম্প্রীতির শারদোত্সব এবার হবে রদ?
দেবাদিদেব মহেশ্বর উপায় কিছু করো
ভোলা বলেন দেবী ভবানী একটু ধৈর্য্য ধরো
নারদ সাথে ডিসকাসনে এটাই হল ঠিক
এবার পুজো ভার্চুয়ালে মাতাবে চারদিক
স্কুল কলেজ অনলাইনে অফিস আদালত
শপিং হপিং ঘরে বসেই আমার এই মত
হা মহাদেব! বলছো কি গো সর্বনেশে দিন
একি আজব গজব কথা শুনিনি কস্মিন
রিচুয়াল সব ভার্চুয়ালে দেখবো কত আর!
বিনাশ করো ভাইরাসকে হোক সে ছার খার
বছরে মোটে চারটে দিন বাপের বাড়ি যাই
লুচি পোলাও ক্ষীর পায়েস আয়েশ করে খাই
পার্লারেতে মেকাপ করে চামড়া করি ট্যান
বাদ সেধোনা মহেশ্বর কোরোনা ঘ্যান ঘ্যান
পাগলা ভোলা চক্ষু মুদে বিচার করে শেষে
দিয়ে দিলেন পারমিসন গোঁফের ফাঁকে হেসে
শর্ত মেনে আসছেন মা সবার টিভি স্ক্রিনে
ব্যাগ ভর্তি মাস্ক নিয়েছেন শপিংমলে কিনে |
************************
সবিতা বিশ্বাস
Flat - 3k Block -4,Shankar Tower,
33 Sukanta Sarani, Italgachha Kolkata 700079
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন