প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

আমাদের লড়াই জেগে আছে পূর্ব পুরুষদের জন্যে
আমরা সূর্যের থেকে ধার করেছি আগুন
মাটির কাছে শিখেছি অহংকার
সভ্যতার আলতা পায়ে আমরা জাগিয়েছি বোধ আমরাই এ দেশের প্রথম সমীচীন মানুষ।
একদিন মনুর তর্জনী ফেটে বেরিয়ে এলো নিষেধাজ্ঞা
আমরা হলাম ক্রীতদাস
মনুষ্য সমাজের ব্রাত্য আবর্জনা
ধর্মের কারাগারে বন্দি করে বানানো হলো গোলাম।
আমাদের পূর্ব পুরুষদের গড়া ভারতবর্ষে আমি ব্রাত্য
বর্ণযুদ্ধের শেষ বর্ণ আমি,
বঞ্চনা আর শোষণের দাগ আমার শরীরে
আমি দলিত জনতার স্পন্দন;
ঝুপড়ির ভেতর থেকে জাগাবো একদিন
সম্রাট অশোকের তরবারি --------
আমরা মৌর্য সামাজ্যের আত্নীয়
লড়াই করলে দাঁড়িয়ে যেতে পারি।
সামনে আমাদের অভিষেক --------
একটু পা চালিয়ে কলরোল তুলতে হবে
পূর্ব পুরুষেরা জেগে আছেন
আমাদের লড়াই দেখবার জন্য।
----------------------------------------------------
জীবন কুমার সরকার
পরশপাথর অ্যাপার্টমেন্ট
৩ নং গভঃ কলোনী
ইংরেজ বাজার
মালদা
পিন: ৭৩২১০১
মোবাইল : 9434818523
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন