বদলে যাচ্ছে জীবনের সংজ্ঞা,
হারিয়ে যাচ্ছে রঙের সৌন্দর্য্য!
ওহে রং-বিশারদগন,
তোমাদের ইস্তাহারে ভাত-কাপড়ের কি রং!
হন্যে হয়ে ঘুরতে থাকা অসহায় রুগী
কোন রঙের রক্তে প্রাণ বাঁচাবে?
ফাইল বন্দী শিক্ষার মাপকাঠি!
টেবিলের নীচের কালো রং
সাদা করার উপায় আছে ইস্তাহারে?
আবেগ মেশানো নীল রং
সাদার প্রলেপে ফিকে হয়ে আসছে।
যোগী গেরুয়া আচ্ছন্ন সাম্প্রদায়িক বিষে,
সংগ্রামী লাল বহুবাদিতায়
অস্তিত্বের সংকটে বিশ্বজুড়ে।
শুধু একটা হলুদ ফুল
সজ্জিত খোঁপার বাঁধনে
লাজুক তারার দুস্টুমিতে
বেঁচে থাকে সবুজ স্বপ্ন।
=============
সুজিত কুমার মালিক
মইখন্ড, হেলান, আরামবাগ, হুগলী
পিন:৭১২৪১২
মো:৯৬৩৫৪২৪৬৯২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন