রঙের খেলা
নীলমাধব প্রামাণিক
চারদিকে তে রঙের খেলায়
বদলে গেছে ভোল,
রঙ ফোটালো শিমুল পলাশ
রঙিন হলো দোল ।
বর্ষ শেষের মন মাতানো
এমন ফাগুন কালে,
কে যেন এই প্রকৃতিতে
অজস্র রঙ ঢালে ।
রঙ ছড়ানো চারিদিকে
নানান ফুলে ফুলে,
রঙের ছোঁয়ায় হৃদয় ও মন
সত্যি ওঠে দুলে ।
মনে মনে রঙ ধরানোর
এ কারসাজি কার,
জানিনা ঠিক তাই এখানে
নিচ্ছি মেনে হার ।
=============
ঠিকানা
নাম -নীলমাধব প্রামাণিক, মাধবনগর
ডাক -পূর্ব চাঁদপুর, মন্দির বাজার
দক্ষিণ 24 পরগনা
পিন কোড -743336
পশ্চিমবঙ্গ, ভারত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন