
খেলা হবে
রীতা রায়
তখনও খেলা হতো.. রঙ খেলা
পিচকারি হাতে ছোটরা মেতে উঠতো রঙ খেলায়
লাল নীল সবুজ হলুদে জামা কাপড় সাতরঙা !
বেলুনে রঙ ভরে ছুঁড়ে দিতো এর ওর বাড়ির ছাদে
অথবা ছাদ থেকে রাস্তার পথ চলতি লোকের গায়ে
সূর্যছটার মতো ছড়িয়ে পড়তো উঠোনে, রাস্তায়..
দেওয়ালের গায়ে রঙের আঁকিবুকি চিহ্ন..
প্রমান দিতো খেলা হয়েছিল.. রঙ খেলা.. |
পাড়ার ছেলেরা প্রাচীর টপকে বাড়িতে ঢুকে
রাঙা হাতে রাঙিয়ে দিত পাড়াতুতো বৌদিদের,
কেউ বা দৌড়ে ঘরের দরজায় তুলে দিতো শিকলি |
যদিও রেহাই মিলতো না নাছোড় কৌশলীদের থেকে
কালিমাখা মুখে হাতে সোনালী-রূপোলী ঝিলিক..
রঙের বিনিময়ে মালপোয়া কচুরি ডালপুরীর
আস্বাদের পরিতৃপ্তিতা মাখানো খুশির সমারোহ |
বিকেলের বাতাসে সুগন্ধিত গোলাপী আভা
আবীরে আবীরে রাঙা গুরুজনদের পায়ের চিহ্ন
শিশুর উচ্ছ্বল মুখ, মেয়েদের সিঁথি-বিনুনী !
রাঙা ভূতের দল.. পথে কোলাহল.. হাস্য কলরোল
বিহারী কুলিদের নগর কীর্তনের ঝঙ্কারে মাতোয়ারা ভোজপুরি হোলির গানের বোল
জাগিয়ে রাখতো রাতের সুষুপ্ত অন্ধকারকে !
পরদিন.. তার পরদিন ..পরের পরদিন
বাড়ি বাড়ি আত্মীয়সুখে জমে উঠতো রঙের খেলা
সবাই বলতো .. দোল আসছে ..খেলা হবে
হোলি খেলা, আত্মীয়তার রঙে রেঙে ওঠার খেলা |
এখনো রোল ওঠে মানুষের মুখে.. মাইকের স্লোগানে..
দেওয়াল লিখনে সস্তা রংবাহারি তুলির বুলিতে
খেলা হবে.. ভোটের খেলা.. বিচ্ছিন্নতার রঙখেলা
গুটিকয় হাতে গোনা রঙ, বদলে বদলে দেবে চেহারা |
খেলা হবে ভোটবাক্সে .. চুপিচুপি কারচুপিতে ..
রঙের দখলদারিতে মরিয়া লাল সবুজ নীল গেরুয়া..
কোন আবীর বিকোবে চড়া দামে খেলা খেলতে!
উড়বে আবীর এক পাক্ষিক চুক্তির আনন্দে..
ভিজবে মাটি চাপ চাপ অবুঝ আনকোরা কালশিটে রঙে!
খেলা হবে নীতিহীন আপোষহীন দাপটে দাপটে ..
দর্শক আসনে বসে আছে দেশ অবিশ্বাসী উদ্বেগে !
___________________________________

রীতা রায়
মহেশমাটি রোড, মালদা
পশ্চিমবঙ্গ, ভারত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন