বসন্ত এসে গেছে
সান্ত্বনা চ্যাটার্জি
খুকি
জানলা দিতে উঁকি মারে খুকি,
ও মা মাগো ...টুকি,
আমার সোনা মনি, জানলা দিয়ে আসিস কেন?
লোহার গ্রিলে বন্ধ জানালা,
তুই জানিস না তা কি।
জানলা দিয়ে রোদ বৃষ্টি ,ঝড়,
চালায় যে তান্ডব,
আমি খুলেই রাখি তবু,
আসবে আমার প্রান পাখি, খুকি,
বসন্ত উৎসবে ।
খেলা হবে নানান রঙ ,
সাজবে সবাই সঙ।
হাসবে গাইবে রঙের উৎসবে
কোলাকুলি ,আদর প্রেমে পূর্ন
হবে
কেবল মায়ের প্রানে
রক্ত ঝরা গান
গাইবে নীরবে।।
.....
বসন্ত এসে গেছে !
তাই নাকি! আমি তো করিনি আহ্বান ।
শুনেছি সে আসে যায় বাতাসে বারতা পাঠায়।
ফুলে ফলে সুবাস ছড়ায়।
ধিকি ধিকি আগুন প্রেমের,
আমার তো লালসা মনে হয়।
লাল ফুলে লাল আবিরে ,
হোলি খেলে কৃস্ন রাধা আর যত সখি,
নাচে মাতাল বৃন্দাবন ,
আমার হৃদয় ঘিরে দাবানল,
পোড়ায় আমার মন।
ফিরে আয় খুকি ।।
সুরাসক্ত বর্বর পুরুষ আলিঙ্গনে,
নিয়েছিল প্রান
ধর্ষনে লিপ্ত কত জনা।
বসন্তের আগমনে ।।
খালি করে মার কোল নিয়ে গেল তাকে
বসন্তের দোল।
--
Santwana Chatterjee
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন