বসন্ত মানেই
খেয়ালী চক্রবর্তী মুখার্জি
যক্ষিণীর স্মৃতিতে যক্ষ মেঘ কে দূত করে ঠিয়ে ছিল।
কালিদাস এর হাতে মেঘ দূত জন্ম নিয়েছিল।।
রাধা র কাছে কৃষ্ণ মানেই প্রেম।
আর প্রেম মানেই হল বসন্ত।।
বসন্ত প্রেমের ঋতু।
কিন্তু যেখানে প্রেম নেই, সেখানে শুধু ই কী বিরহ?
মীরা র কৃষ্ণ প্রেম সেই প্রেম কী শুধু ই ত্যাগ, তাতে বসন্ত নেই?
বসন্ত মানেই যা কিছু পুরনো, যা কিছু বিবর্ণ তাকে মুছে দেওয়ার পালা।
পলাশের রঙে নতুন কে আহবান।।
রঙিন কে বরণ।
জীবনে লাগুক বসন্তের ছোঁয়া।।
রঙের নতুন পরশ।
মিতালীতে ভরে উঠুক চারিদিক।।
তুমি আজ হয়তো আমার স্পর্শের বাইরে।
কিন্তু আমার স্মৃতিতে তুমি চিরন্তন, চিরনবীন, চির সবুজ।।
বসন্তের মতোনই প্রাণবন্ত।
স্মৃতি কখনোই মলিন ও পুরাতন হয় না।।
যতদিন যায় সে তত গভীর থেকে গভীর ভাবে নিজের ছাপ ফেলে।
যা বসন্তের মতো ই অমলিন।।
==================
খেয়ালী চক্রবর্তী মুখার্জি
ঠিকানা - পোষ্ট - জয়পুর
পিন কোড - 722138, জেলা - বাঁকুড়া
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন