সুধীজন
শৌভিক দাস
আবার এলো ভালোবাসার মাস
যেমন করে আসে নির্বাচন!
প্রেমের বাতাস বইছে চরাচরে
সবারই মন দারুণ উচাটন!
ভোটের খিদে যাদের তারাও প্রেমিক!
জনতা প্রেমের সময় তাদের এখন।
অযাচিত সেই ভালোবাসার ক্লেশে-
প্রাণ ওষ্ঠাগত জনগণ!
এবার যারা প্রেমের পরীক্ষায়-
দাখিল করে আছে মনোনয়ন,
তাদের মনে জমছে গুমোট ভয়,
না জানি কী আছে ললাট লিখন!
ঝড় তোলপাড় মনের ভেতর পুষে
চলছে তাদের প্রস্তুতি অনুক্ষণ।
এই জোয়ারে পানসি ভাসায় যারা,
তাদের চোখে অশুভ নিদর্শন।
বিফল হলে ভাবছ বুঝি তারা
করবে না আর প্রেমের নিবন্ধন?
ভুল ভেবেছ আগেই রাখি বলে,
এরাও নাছোড়বান্দা সুধীজন!
===========
ঠিকানা:
শৌভিক দাস
অনিল রায় সরণী,
কলেজপাড়া, রায়গঞ্জ,
উত্তর দিনাজপুর
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন