Featured Post
কবিতা ।। সম্পর্কের নাম শেষের কবিতা ।। সঞ্জীব সেন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সম্পর্কের নাম শেষের কবিতা
সঞ্জীব সেন
এক
উইক এন্ডে বেড়াতে এসেছি
অযোধ্যা পাহাড়
হোটেল হিল ইন এর ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি
পাশে পলাশের বন বীথিকা
নেক লাইন দিয়ে ঢুকে পরেছে কালো মেঘ
চৈত্রের প্রথম কালবৈশাখী
লালধুলো চোখে মুখে একাকার
তখনই দেখলাম
মেয়েকে সামলাছে
একহাতে ত্রস্ত আঁচল অন্যহাতে মেয়ে
যুবতী বেলার বিকেল তবু যেন বাইশের যুবতী
এস্ট্রনট ঠিক বলেছে চাঁদ ভুল করে এসে পড়েছে পৃথিবীর জীবনে
আমিও তাই
তবু যেকটা দিন ছিল,রঙেরঙে রাঙিয়ে দিয়ে গিয়েছিল জীবন
দোলের দিন রঙ মাখাতে গিয়ে বলেছিল
"কিছু সম্পর্কের নাম জন্মদাগ আর কিছু সম্পর্কের নাম দিতে নেই, ইথার তরঙ্গে বেঁচে থাকে
বৃষ্টি শুরু হল
হোটেলের ব্যালকনি দিয়ে দেখলাম চলে যেতে
আমি এই সম্পর্কের নাম দিয়েছিলাম "শেষের কবিতা"
যদি কোন দিন দেখা হয় একান্তে
সেদিন বলব, ভুল দিয়েছি নামটা।
দুই
সামনে যতই বলি ভাঙিনি
ভিতরে তো পাশাপাশি কান্না আর তুমি
যেমন ব্যাথার গায়ে কবিতা
ভেঙে তো পড়তামই, ভরসা দিলেন তিনি
যাঁর জীবন জুড়ে প্রেম
অসম্ভবের ক্রাচে ভর দিয়েই আসে সম্ভবনা
তাই তো আজ সাহস করে বলতে পারি
"রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে,,,"
-----------------------সঞ্জীব সেন
পানিহাটি গৌরাঙ্গ ঘাট রোড
পোস্ট পানিহাটি
কলকাতা 114
7980188285
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন