পাঁচ বছরের ছেলের সাথেই কথা চলছিল।
সে তার মতন বকে যাচ্ছিল যেমন বকে।
নতুন ইংরেজি শব্দ শেখায় যতটা আগ্রহ দেখাচ্ছিল
ততটা ছিল না বাংলার বেলা।
বাংলা কঠিন বাংলা কেমন কেমন বলাতে
তার চেয়ে বেশি বেজার হলাম আমিই
এই ভেবে হায়রে ছেলে
সেও শেষমেশ গেল
সেই সংকর প্রজন্মরই দলে!
তারপর অনিচ্ছা নিয়েই পড়তে পড়তে
সে দেখি সেই নতুন শব্দেই আগ্রহ পেতে লাগলো
যেই শব্দে আছে যুক্তাক্ষর।
তারপর? ওর সাথে পালা করে
যুক্তাক্ষর খোঁজার ছুতোয় কি যে ভালো লেগে গেল
আমার নিজের ভাষাকে…আবারো।
====================
প্রতীক মিত্র
12 এ, সুপ্তি মিত্র সরণী, কোন্নগর, পশ্চিমবঙ্গ, ভারত
Pin: 712235
ফোন: 7044171752
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন