এক একটা একুশ আসে, আর
আমরা তখনই গা ঝাড়া দিয়ে উঠি
চারপাশে হুল্লোড়
মঞ্চে ওঠার হুড়োহুড়ি
যে আগে বক্তৃতা রাখি
আসলে একুশের চেয়ে আমরা ওটাই ভালো জানি।
এসব দেখে দেখে চোখে নামে অবসাদ
ছেলেমেয়ে সব ইংলিশ মিডিয়াম, অথচ
আমরা সবাই একদিনের একুশে ফেব্রুয়ারি।
কত দিন, কত দিন, কত দিন এভাবে
একুশ বাঁচিয়ে রাখা যায়?
তবুও একুশ ফিরে ফিরে আসে
আর আমাদের কিছু ঋণ মনে করায় ।
আমরা তো বাংলাভাষী
তাই আমরা এখন জীবন্ত লাশ
বাঙালির একুশ থাকলেও
ঘরে ঘরে মৃত্যুর উৎসব।
=================
পরশপাথর অ্যাপার্টমেন্ট, ৩ নং গভঃ কলোনী ইংরেজ বাজার, মালদা-- ৭৩২১০১।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন