প্রচ্ছদ সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

সম্পাদকীয় সূচিপত্র
আমার ভাষা বাংলা ভাষা অন্ধকারে ছড়ায় রোদআমার ভাষা বুকের ভেতর সৃষ্টি করে গর্ববোধ ।আমার ভাষা বাংলা ভাষা ধারাপাতের পাতায় সুখআমার ভাষা রাষ্ট্রীয় গান জাগায় সারা বিশ্ব মুখ ।আমার ভাষায় ঝুমুর-টুসু করছে গটা বিশ্ব জয়আমার ভাষায় বিপ্লবী গান দূর করে দেয় মনের ভয় ।আমার ভাষা এপার ওপার জুড়ছে সেতু হৃদয় টানআমার ভাষায় মনটা জুড়ায় বাজলে বুকে রবির গান ।ফেব্রুয়ারির একুশ মানেই "বাংলা ভাষা" আমার দিনবন্ধু , যাঁরা শহীদ সেদিন তাঁদের নামের বাজুক বীন ।।
নাম - জয়শংকর চক্রবর্তীঠিকানা - CISF unit RSPROURKELAODISHAPIN - 769001MOB -7001909441
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন